• সকাল ১১:৩৭ মিনিট বৃহস্পতিবার
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র
নব্য স্বেচ্ছাসেবক লীগ নেতা রনির মদদে চৈতীর বর্জ্য খালে ফেলার অভিযোগ

নব্য স্বেচ্ছাসেবক লীগ নেতা রনির মদদে চৈতীর বর্জ্য খালে ফেলার অভিযোগ

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

সোনারগাঁ উপজেলার পৌরসভার টিপরদী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট থেকে বিষাক্ত বর্জ্য নির্গমনে প্রত্যেক্ষ পরোক্ষ ভাবে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়ার ভাগিনা নব্য স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াদ হোসেন রনি জড়িত বলে অভিযোগ করেছেন মেয়র সাদেকুর রহমান ভুইয়া ও স্থানীয়রা। রনি ও তার মামাদের প্রত্যেক্ষ মদদে চৈতী কম্পোজিট দীর্ঘদিন যাবৎ বিষাক্ত বর্জ্য টিপরদীর কয়েকটি খালে ফেলে। সেই বর্জ্য টিপরদী খাল দিয়ে প্রবাহিত হয়ে পৌরসভা, মোগরাপাড়া, পিরোজপুর, সনমান্দি ইউনিয়নের কয়েকটি খালে প্রবাহিত হয়ে মেনীখালি নদী, ব্রক্ষ্মপুত্র নদ ও মেঘনা নদীতে গিয়ে মিশে নদীর পানি কালো রং ধারন করে বিষাক্ত হয়ে পড়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌরসভার টিপরদী এলাকার সেলিম মিয়া ছেলে রিয়াদ হোসেন রনি একসময় মামাদের সর্ম্পকের কারণে বিএনপির ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। এরপর আওয়ামীলীগ ২বার ক্ষমতায় আসার পর সোনারগাঁয়ে জাতীয়পার্টির সাংসদ নির্বাচিত হওয়ার রনি জাতীয়পার্টিতে যোগ দিয়ে চৈতী কম্পোজিট, এসিআইসহ বিভিন্ন মিল-ফ্যাক্টরীতে ঠিকাদারী ব্যবসা নিয়ন্ত্রন শুরু করে। এরপর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনির হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখান থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রবিনের হাত ধরে স্বেচ্ছাসেবক লীগের যোগদান করেন। এর পর থেকে আওয়ামীলীগের লোক হয়ে রনি একটি বাহিনী গড়ে তোলে। সে বাহিনীর নিয়ে পৌরসভার এলাকার একের পর এক মিল-ফ্যাক্টরী নিয়ন্ত্রনে নিতে থাকেন। তবে, এলাকাবাসী অভিযোগ রিয়াদ হোসেন রনি সরকার বদলের পর পর সেও তার অবস্থান বদল করে ক্ষমতায় শীর্ষ স্থানে থাকার চেষ্টা করেছেন। তার ক্ষমতার বদৌলতে তার মামা মোতালেব মিয়া, তার ভাই হুমায়ন আলমগীর বিএনপির একনিষ্ট কর্মী হয়েও আওয়ামীলীগ সরকারের আমলে পুরো পৌরসভা নিয়ন্ত্রন করছেন। এমনকি রিয়াদ হোসেন রনি ও তার মামা মোতালেব মিয়া চৈতী কম্পোজিটের হয়ে গোপন সুয়ারেজের মাধ্যমে বিষাক্ত বর্জ্য বিভিন্ন খালে ফেরতে সাহায্য করেছেন। এজন্য কোম্পানীর কাছ থেকে মোটা অংকের অর্থ নেন। এছাড়া চৈতীর শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে বিভিন্ন কর্মকান্ডে রয়েছে তার একচ্ছত্র অধিপত্য।

স্থানীয়রা জানান, চৈতী কম্পোজিটের বিষাক্ত বর্জ্যে যখন উপজেলা ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন এমন অভিযোগের ভিত্তিতে সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা গত বৃহস্পতিবার বিকালে সরেজমিনে টিপরদী এলাকায় ঘুরে এর সত্যতা পেয়ে চৈতী কম্পোজটের বিষাক্ত পানি নির্গমনের পীটটি বালু দিয়ে ভরাট করে বন্ধ করে দেন। এর পরের দিন রনি, হুমায়ন, শাহজালাল, জাহাঙ্গীর ও আলমগীরের নেতৃত্বে দুই শতাধিক লোক সাংসদের বন্ধ করা বজ্যের পীটটি খুলে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাংসদ পরের দিন সিমেন্ট দিয়ে সেই পীটটি বন্ধ করে দেন। স্থানীয়রা আরো জানান, রিয়াদ হোসেন রনি ক্ষমতার পালা বদলের সাথে সাথে নিজেকে বিভিন্ন দলের লোক দাবি করে ক্ষমতার অপব্যবহার করে জোড়পূর্বক ভাবে চৈতী কম্পোজিটকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর চালানো হয় হামলা-মামলা। রনি ও তার মামাদের ভয়ে এলাকাবাসী মূখ খুলতে সাহস পাচ্ছেনা।

এ ব্যাপারে রিয়াদ আহম্মেদ রনির সাথে মোবাইল একাধিকবরা চেষ্টা করার পরও তিনি ফোনটি রিসিভ করেনি।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রবিন জানান, সে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল।

এ ব্যাপারে সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেক হোসেন ভুইয়া জানান, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও তার ভাগিনা রনি চৈতী কম্পোজিট থেকে বিশেষ সুবিধা নিয়ে চৈতীর বিষাক্ত তরল বর্জ্য খাল-বিল ও পুকুর জলাশয়ে ফেলে পরিবেশ দুষিত করছে। তারা একজন সাবেক চেয়ারম্যানের কথায় এমপির বন্ধ করা বর্জ্যের পীটের বালিও অপসারন করেছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution