• সকাল ৬:২৬ মিনিট রবিবার
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী
করোনাঃ মায়াবী দৈত্য…জোবায়দা নাছরীন

করোনাঃ মায়াবী দৈত্য…জোবায়দা নাছরীন

Logo


মায়াবী দৈত্য – শিশু আমি ছুটে চলি অনির্দ্দেশ অনর্থ সন্ধানে জন্মিয়াছি হেরিণু, মোরে ঘিরি ক্ষতির অক্ষৌহিণী সেনা প্রণমি বন্দিল – প্রভু তব সাথে আমাদের যুগে যুগে চেনা মোরা তব আজ্ঞাবহ দাস- প্রলয়, তুফান, বন্যা, সড়ক দুর্ভিক্ষ মহামারী সর্বনাশ। (কাজী নজরুল ইসলাম) মায়াবী এই পৃথিবী মাতৃকোলের মতই নিরাপদ। আমরা মনুষ্য জাতি। আমাদের চাওয়া এবং পাবার হিসেব কখনোই কেন জানিনা মিলেনা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ছাড়াও আমাদের আরেকটি মৌলিক চাহিদা আছে তা হলো ক্ষমতা প্রয়োগ যাকে ইংরেজি পরিভাষায় বলে পাওয়ার এপ্লাই। এটাকে মৌলিক জৈবিক চেতনা বলা যেতে পারে। অসহায় এবং বিণীতদের উপর এই ক্ষমতা প্রয়োগের লিপ্সা মানুষের আদিম স্বভাবজাত। দেশ নাই, জাতি নাই, ধনী দরিদ্র প্রায় সবাই এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সমভাবাপন্ন। এর ফলে মানব হয়ে পড়ে অমানবিক বর্বর। এই বর্বরদশার অনেক নিদর্শন রয়েছে ধরাধামে। অতি সাম্প্রতিক সময়ের দু একটি উদাহরণ দেয়ার প্রয়োজন মনে করছি। সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক পৃথিবীর এক একটি ধ্বংসস্তুপ। অনেক কিছুই মনে করিয়ে দেয়। আহা…. একটি শিশু বলেছিলো আমি সবকিছু আল্লাহর কাছে বলে দিব। হৃদয়টা কেঁপে উঠে। আরো অনেক কিছুই মনে পড়ে আজ। শান্ত, নিশ্চিত নিরাপদ পৃথিবী কেমন অস্থির হয়ে উঠেছিল। এমন মনে হয়েছিল মায়ের কোলের শিশুটি মাকে হত্যা করার জঘন্য কাজে লিপ্ত হয়েছে আর তীব্র হিংস্র হাসির উল্লাসে ফেটে পড়ছে আর বলছে……… “হাহাহা আমাকে বিশ্বাস করে আগলে রেখে ভুল করেছো মাতা তোমাকে ধ্বংস করে আনবোই ঘরে তোলে বিমাতা। ” গোপন অশ্রুসিক্ত নয়ন মাতৃরূপিনী বসুন্ধরার। মানবের হুশ ফিরিয়ে দেয়ার কামনা প্রকৃতির কাছে। প্রকৃতি কিন্তু চুপ রইলো না, মায়ের কান্না সে সইতে পারলো না। পাঠিয়ে একদল মুকুটরূপের অস্ত্র। মানুষ করার অমোঘ অস্ত্র। অদৃশ্য একটা ভাইরাস ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীব। চ্যালেঞ্জ দিয়ে দিল মানব শিশুকে “এবার তোরা মানুষ হ”। মেদিনীমাতা স্তব্ধ।মাত্র কয়েকদিনের ব্যবধানে বর্বরোচিত উল্লাস বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল যুদ্ধের দামামা। জাত নাই, ধর্ম নাই ধনী দরিদ্র নাই সকলেই মানবতার ছত্রতলে। পারমানবিক শক্তিশালী দেশগুলো আজ সুবোধ বালকের মতো গৃহকোণে অবস্থান করছে। শত ব্যস্ততায় যারা পরিবারকে ভুলতে বসেছিল কয়েকটা দিনে পারিবারিক জীবন যাপন করছে। আর এদিকে মাতৃরূপা পৃথিবী সচ্ছতা ফিরে পেয়ে যেন নিরাপদ নিঃশাস নিচ্ছে। কারখানার কালো ধোঁয়া নাই, বর্জ্য নাই, মানুষ হত্যা নাই, নদীর বুকে অত্যাচার নাই, রাস্তায় ট্রাফিক নাই, সাগরতীরে অযাচিত অশোভন প্রবেশ নাই, টাকার বড়াই নাই, আকাশে চড়াই নাই, মানুষের রাজত্ব নাই।প্রকৃতির রাজত্বে আমরা প্রজা। এটাই সত্য। কবির ভাষায় অসাধারণ চিত্রকল্প………………….. ঐ দ্যাখো ঝাঁকে ঝাঁকে ফিরিতেছে, লালরঙা কাঁকড়ারা সাগরতীরে। সাগরলতারা সবুজ নকসীকাঁথা বুনিতেছে, নবানন্দে নির্ভয়ে বিস্তৃত বালুচরে। আনন্দে জলকেলি করিতেছে আসিয়া কাছে, অভিমানে দুরে থাকা সোহাগি ডলফিন। শামুক ঝিনুকেরা দমকে দমকে হরষে হাসে, মাছেরা ফুলকা নাড়িয়া কহে ফিরিতেছে দিন। বিশ্বময় বাতাস বলয় হইতেছে ধুলি সীসা দূষণ বিষহীন, পাখিরা মেলিতেছে মুক্ত ডানা পাইয়া আকাশ অমলিন। গাছেরাও কহিতেছে কথা নব আহলাদে, বিটপে কিশলয়ে শাখায় পাতায়। নবজাগরণে উঠিয়াছে মাতি বহুকাল বাদে, ধরণী সাজিতেছে সবুজ স্নিগ্ধতায়। অতি ক্ষুদ্র অদৃশ্য অভিশপ্ত অনুজীব ভাঙ্গিয়াছে আজি বিভেদের দেয়াল, বলিতেছে, দাঁড়াও এক কাতারে, যদি চাও বাঁচিবারে, প্রকৃতির প্রতি দাও খেয়াল। উম্মত্ত অহং দম্ভ দর্প আজি চূর্ণ করিয়া, লাগাম টানো বেহিসেবী ভোগ বিলাসিতায়, টেকসই জগতের রুপকল্প-পথ বাহিয়া, মানবতা টানিয়া লও সাম্যের নতুন সভ্যতায়। (সাম্যের নতুন সভ্যতায় : ড. মোঃ জাহেদুল হাসান ঢাকা, ০৩ এপ্রিল ২০২০ খ্রিঃ) আমরা আশাবাদী। শারীরিকভাবে দূরত্ব বজায় রাখতে পারলে আমরা এই মরণথাবা করোনা থেকে মুক্তি পাব। সেই দিনের প্রতীক্ষায় আমরা অপরাধী ধরণী শিশু। সবাই ঘরে থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকুন।

সহকারী অধ্যাপক

জোবায়দা নাছরীন

বাংলা গার্হস্থ্য অর্থনীতি কলেজ আজিমপুর।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution