• রাত ৯:১৮ মিনিট শুক্রবার
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন
সোনার মতো চকচক করবে মুখ! অ্যালোভেরা জেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে ত্বকে লাগালেই হবে

সোনার মতো চকচক করবে মুখ! অ্যালোভেরা জেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে ত্বকে লাগালেই হবে

Logo


উজ্জ্বল ও সুন্দর ত্বক (Glowing Skin)পেতে কে না চায় বলুন দেখি! আর সেই ইচ্ছে প্রকাশে কোনও ভুল নেই। এই স্বপ্ন সত্যি করার জন্য বেশি পরিশ্রম করার কিন্তু দরকার নেই। যদি আপনার হাতের কাছে কয়েকটি উপাদান থাকে। আপনি হয়তো ভাবছেন কোন উপাদানের সাহায্যে এত সহজে সুন্দর এবং কোমল ত্বক পাওয়া সম্ভব! প্রায় সবার বাড়িতেই থাকে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরার পাতা থেকেই বের করে নিতে পারেন অ্যালোভেরা জেল। যার সাহায্যেই আপনার ত্বক সুন্দর ও কোমল রাখতে পারেন। ত্বকের যত্নে অ্যালোভেরার গুণ শুনলে অবাক হতেই হয়। জেনে নিন কী কী উপকার পাবেন, কীভাবে ব্যবহার করবেন

ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। প্রাচীনকাল থেকেই ত্বকের সমস্যায় অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদেও (Ayurveda) লেখা আছে অ্যালোভেরার গুণ। প্রথমে জানুন অ্য়ালোভেরার গুণ, তারপর জেনে নিন কীভাবে বানাতে হবে এই অ্যালোভেরা জেল

ত্বকের বলিরেখা মলিন করে

আপনার ত্বকে কি দিনের পর দিন প্রকট হচ্ছে বলিরেখা? তাহলে এবার অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখুন। ত্বকের বয়স রুখে দিতে ও ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরার অনেক গুণ আছে। কারণ, অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়। ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়। ত্বক পর্যাপ্ত পুষ্টি পেলে ভালো থাকে।

এখন যা রোদের দাপট, তাতে ত্বকে সানবার্ন হওয়ার কোনও অবাক করার বিষয় নয়। আপনার ত্বকে যদি সানবার্ন হয়ে যায়, তবে সেই নির্দিষ্ট স্থানে নিয়মিত অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। ত্বকে অ্যালোভেরা জেল লাগালে সেখানে একটি সুরক্ষিত স্তর তৈরি করে।যা আসলেই আপনার ত্বকের জন্য খুবই ভালো। রোদের হাত থেকে এভাবেই ত্বককে বাঁচিয়ে রাখতে পারেন।

আপনার ব্রণ থাকলে এভাবে ব্যবহার করুন

অ্যালোভেরা জেল শুধুই ত্বকের জেল্লা ফেরায় না, বরং আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও ঠিক করে দিতে পারে। কারণ, এতে হিলিং উপাদান আছে, যা ত্বকের প্রদাহ কমায়। অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। তাই এটি আপনার ত্বক পরিষ্কার রাখে। টক্সিনমুক্ত রাখে। ব্রণর সমস্যা কম করে।

উজ্জ্বল ও সুন্দর ত্বক (Glowing Skin)পেতে কে না চায় বলুন দেখি! আর সেই ইচ্ছে প্রকাশে কোনও ভুল নেই। এই স্বপ্ন সত্যি করার জন্য বেশি পরিশ্রম করার কিন্তু দরকার নেই। যদি আপনার হাতের কাছে কয়েকটি উপাদান থাকে। আপনি হয়তো ভাবছেন কোন উপাদানের সাহায্যে এত সহজে সুন্দর এবং কোমল ত্বক পাওয়া সম্ভব! প্রায় সবার বাড়িতেই থাকে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরার পাতা থেকেই বের করে নিতে পারেন অ্যালোভেরা জেল। যার সাহায্যেই আপনার ত্বক সুন্দর ও কোমল রাখতে পারেন। ত্বকের যত্নে অ্যালোভেরার গুণ শুনলে অবাক হতেই হয়। জেনে নিন কী কী উপকার পাবেন, কীভাবে ব্যবহার করবেন
ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। প্রাচীনকাল থেকেই ত্বকের সমস্যায় অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদেও (Ayurveda) লেখা আছে অ্যালোভেরার গুণ। প্রথমে জানুন অ্য়ালোভেরার গুণ, তারপর জেনে নিন কীভাবে বানাতে হবে এই অ্যালোভেরা জেল
ত্বকের বলিরেখা মলিন করে

আপনার ত্বকে কি দিনের পর দিন প্রকট হচ্ছে বলিরেখা? তাহলে এবার অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখুন। ত্বকের বয়স রুখে দিতে ও ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরার অনেক গুণ আছে। কারণ, অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়। ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়। ত্বক পর্যাপ্ত পুষ্টি পেলে ভালো থাকে।

অ্যালোভেরা সানবার্ন সারায়

এখন যা রোদের দাপট, তাতে ত্বকে সানবার্ন হওয়ার কোনও অবাক করার বিষয় নয়। আপনার ত্বকে যদি সানবার্ন হয়ে যায়, তবে সেই নির্দিষ্ট স্থানে নিয়মিত অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। ত্বকে অ্যালোভেরা জেল লাগালে সেখানে একটি সুরক্ষিত স্তর তৈরি করে।

যা আসলেই আপনার ত্বকের জন্য খুবই ভালো। রোদের হাত থেকে এভাবেই ত্বককে বাঁচিয়ে রাখতে পারেন।

আপনার ব্রণ থাকলে এভাবে ব্যবহার করুন

অ্যালোভেরা জেল শুধুই ত্বকের জেল্লা ফেরায় না, বরং আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও ঠিক করে দিতে পারে। কারণ, এতে হিলিং উপাদান আছে, যা ত্বকের প্রদাহ কমায়। অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। তাই এটি আপনার ত্বক পরিষ্কার রাখে। টক্সিনমুক্ত রাখে। ব্রণর সমস্যা কম করে।

ত্বকের আর্দ্রতা বজায় রাখে

ময়শ্চারাইজার ক্রিম আপনার ত্বকে অবশ্যই ব্যবহার করা উচিত। কিন্তু আপনার ত্বক ভালো রাখার জন্য় আপনি ময়শ্চারাইজার ক্রিমের পরিবর্তে অ্য়ালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। অ্য়ালোভেরা জেল আসলে ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।

অ্যালোভেরায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান থাকে। তাই ত্বক ভাল রাখে। গরমে অ্য়ালোভেরা জেল তো বেশ উপযোগী।

কোন উপাদান মিশিয়ে বাড়িতে বানাবেন অ্যালোভেরা জেল

অ্যালোভেরার পাতা থেকে চামচ দিয়ে জেল বের করে নিন। পাতা কাটলেই দেখবেন তার মধ্যে তরল রয়েছে, সেই তরলের কথাই আমরা বলছি। সেটি ভালো করে ব্লেন্ড করতে হবে। এর মধ্য়ে মিশিয়ে দিন ভিটামিন ই ক্যাপসুল। সামান্য পরিমাণে গোলাপ জল মেশাতে পারেন।

ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে তার মধ্যে থেকে তরল এই জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটিই ত্বকে প্রয়োগ করুন। সংরক্ষণ না করাই ভালো। চাইলে এক সপ্তাহ রাখতে পারেন। এয়ারটাইট কৌটোয় ঠান্ডায় সংরক্ষণ করবেন।

ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য। এটি কোনও ওষুধ ও চিকিৎসার অঙ্গ নয়। আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution