• ভোর ৫:২৬ মিনিট শনিবার
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার
প্রশাসনের নজরদারীর অভাবে লাগামহীন সোনারগাঁয়ে আলু ও পিয়াজের বাজার

প্রশাসনের নজরদারীর অভাবে লাগামহীন সোনারগাঁয়ে আলু ও পিয়াজের বাজার

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বানিজ্য মন্ত্রনালয় থেকে আলু ও পিয়াজের দাম বেঁধে দেয়ার পরও কোনমতে কমছে না সোর্নাগাঁয়ের বাজার গুলোতে আলু ও পিয়াজের দাম। তবে আলু ও পিয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য শাকসবজীর দামও। ক্রেতারা জানান দেশের বিভিন্ন এলাকার বাজারগুলোতে প্রশাসনের নজরদারী থাকলেও সোনারগাঁয়ে তার ব্যতিক্রম। এখানে প্রশাসনের পক্ষ থেকে কোন নজরদারী না থাকার কারণে বাজারে আড়ৎদার ও দোকানদার বেশী দামে আলু ও পিয়াজ বিক্রি করছে। এতে ভোগান্তীতে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। সে জন্য তারা বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত মনিটরিং চান। যাতে সরকারে বেঁধে দেয়া দামের মধ্যে নিত্য প্রয়োজণীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন।

সুত্র জানান, গত মাসের প্রথম দিকে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে উঠে আলু পিয়াজ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। বিশেষ করে আলু দাম কেজিতে দ্বিগুন হয়ে যায়। যেখানে প্রতি কেজি আলু বিক্রি হতো ২০-২৫ টাকায় সেখানে আলুর দাম এক লাফে হয়ে যায় ৫০ টাকা। পিয়াজের দাম ছিল ৪৫ টাকা সেটা লাফিয়ে উঠে ৮৫-৯০ টাকায়। এছাড়া আদা ও রসুুনের দামও বেড়ে যায়। বাজার স্থিতিশীল করতে আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করে দেয়। সরকার দাম নির্ধারন করে দেয়ার পর দেশের অন্যান্য এলাকায় মানলে মানেনি সোনারগাঁয়ের আলু ব্যবসায়ীরা। সে সময় তারা ৩৮-৪০ টাকা মুল্যে আলু বিক্রি করেছে বর্তমানেও তা অব্যাহত রয়েছে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন ৪২ টাকায়, পিয়াজ ৮০ টাকায়, আদা বিদেশীটা ২৫০ টাকায়, রসুন ১৬০ টাকায়। এছাড়াও অন্যান্য দ্রব্যমুল্যের দামও আগের মতো অস্থিতিশীল রয়েছে।

দোকানীরা জানান, পাইকারদের কাছ থেকে বেশী দামের আলু কিনতে হয় সেজন্য বেশী দামে বিক্রি করতে হয়। এতে আমাদের কিছু করার নাই।

ক্রেতারা অভিযোগ করেন, প্রশাসনের নজরদারী না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো জিনিস পত্রের দাম রাখছেন। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হতো।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution