• সকাল ৮:৫৮ মিনিট শুক্রবার
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন
সোনারগাঁয়ে কারুশিল্পীদের মাথায় হাত

সোনারগাঁয়ে কারুশিল্পীদের মাথায় হাত

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এ দিনটিকে ঘিরে উৎসব আনন্দের পাশাপাশি লোকজ কারুশিল্পীদের প্রস্তুতিও কম থাকে না। বিশেষ করে ঐতিহাসিক সোনারগাঁয়ের কারুশিল্পীরা বরাবরই পহেলা বৈশাখের ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকেন কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবারের বৈশাখ উদযাপন না হওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কাঠের চিত্রিত হাতি, ঘোড়া, পুতুল ও বাঘ, পাটজাত কারুশিল্প, বাঁশ ও বেতের কারুশিল্প, নকশিকাঁথা, নকশি হাতপাখা ও শখের হাঁড়িসহ বিভিন্ন কারুপণ্যের শিল্পীদের এবার মাথায় হাত।

এসব কারুশিল্পীরা সারা বছর পহেলা বৈশাখের অপেক্ষাতেই থাকেন। বৈশাখে বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে আর এসব মেলাই তাদের পণ্য বিক্রির মূল জায়গা।

সারা বছর অল্পস্বল্প বিক্রি হলেও বৈশাখে যে পরিমাণ পণ্য তারা বিক্রি করেন তা দিয়ে বছরের একটা দীর্ঘ সময় জীবিকা নির্বাহের সংকুলান হয় বলে জানান তারা। প্রতি পহেলা বৈশাখে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকে পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও প্রায় সাতটি মেলার আয়োজন হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে কোনো মেলাই হচ্ছে না। ফলে কারুশিল্পীরা পহেলা বৈশাখে যেসব পণ্য বিক্রির জন্য তৈরি করেছিলেন সেগুলো আর বিক্রি করতে পারছেন না। প্রতি বছর পহেলা বৈশাখে সোনারগাঁয়ের বৈশাখী উৎসবে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়ে থাকে। এতে করে স্থানীয় অর্থনীতিতে এর একটি বিরাট প্রভাব পড়ে কিন্তু এ বছর সব উৎসব বন্ধ থাকার ফলে কারুশিল্পীদের পাশাপাশি বৈশাখকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

সোনারগাঁ উপজেলার রঘুভাঙ্গা গ্রামের কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল তৈরির কারুশিল্পী আশুতোষ চন্দ্র সূত্রধর জানান, সারা বছর বৈশাখের জন্য কারুপণ্য তৈরি করে জমা করেছি কিন্তু এগুলো এবার একটিও বিক্রি করতে পারব না।

তাছাড়া এগুলো তৈরির জন্য কাঁচামাল হিসেবে যে গাছ কিনেছি সেগুলোও পড়ে আছে। এতে আমি আর্থিকভাবে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছি। কাঠখোদাই কারুশিল্পী আবদুল আউয়াল মোল্লা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের কাছে আহ্বান জানাই কারুশিল্পীদের বাঁচাতে তিনি যাতে আর্থিক সহায়তা প্রদান করেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক মো. রবিউল ইসলাম বলেন, মেলাটি না হওয়াতে কারুশিল্পীরা আর্থিকভাবে লোকসানে পড়বেন। সুত্র দেশ রৃপান্তর


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution