• বিকাল ৩:৪২ মিনিট বৃহস্পতিবার
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা
খোকা ১০% ভোট পেলেই সোনারগাঁয়ের এমপি, বললেন মোশারফ

খোকা ১০% ভোট পেলেই সোনারগাঁয়ের এমপি, বললেন মোশারফ

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

সোমবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে কায়সার হাসনাতের নির্বাচনী সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কায়সারের চাচা মোশারফ হোসেন বলেন, সারা সোনারগাঁয়ে আমাদের যে ভোট আছে সেই ভোটের ১০% ভোট যদি আপনি (লিয়াকত হোসেন খোকা) এই নির্বাচনে পান তাহলে আমরা মনে করমু আপনি সোনারগাঁয়ের সংসদ সদস্য হইয়া গেছেন। আমার জানা মতে সোনারগাঁয়ে আপনার ১০% ভোটও নাই। তিনি লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে বলেন, তিনি প্রচারনা করেন সোনারগাঁয়ের সরকারী লোক ও পুলিশ প্রশাসন নাকি ওনার পিছনে আছেন। কিন্তু ওনার পিছনে তারা নাই তারা আছে জনগনের পিছনে। আর যদি তারা আপনার পিছনে থাকে তাহলে তারা জীবনের জন্য ভুল করবে আমি বলে দিলাম। আমি আশা রাখি সরকারী প্রশাসন নিরপেক্ষ ভাবে এ নির্বাচনে কাজ করবেন তাহলে আপনারা জনগনের প্রশংসা নিয়ে যাবেন। আপনি খোকা নারায়ণগঞ্জ থাইকা আইয়া বাতাস কইরা খাইয়া খাইয়া যাইবেন গা এটা চলবেনা। তিনি আরো বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট নামে একটি কারখানা হয়েছে সে কারখানার ট্রাক চলতে চলতে বিভিন্ন রাস্তা গর্ত হয়ে গেছে। বাঁশ ফেলে সিমেন্ট কোম্পানী থেকে টাকা নিয়ে কাজ না করে সে টাকা মেরে খেয়েছেন। তার জবাব দিতে হবে। আর আপনার যেই ইচ্ছা সন্ত্রাসী বাহিনী দিয়া রাইতের বেলা সিল মাইরা বাক্স বইরা দিয়া পাশ করবেন সে চিন্তা বাদ দেন। এ সাপ নিয়া আমরা গত ৬০ বছর ধইরা খেলি। কোন সাপে কিভাবে ছোবল দেয় এইডা আমার জানা আছে। আপনাকে সহযোগিতা করবো যখন আপনে নিরপেক্ষভাবে ভোট নিবেন। তিনি আরো বলেন মান্নান সাব ভোটে দাড়িয়েছে। আপনে তো তার কাছে দিয়াও যাইতে পারতেন না। এই বাউন্নডা ভোট লইয়া তিন লাখ ভোটের হিসাব করেননি। হেই চিন্তা বাদ দিয়া এখন বাড়িত গিয়া ঘুমান। আপনে যে সমস্ত কাজ করছেন তার হিসাব জনগনকে দিতে হইব। এসময় তিনি সামবেশে আসা লোকদের অনুরোধ করে বলেন আপনারা আজ থেকে বাড়িতে গিয়ে সিংহ মার্কা জয় করার জন্য কাজ করবেন। সিংহ মার্কা জয়যুক্ত হলে মনে করমু আপনারা জয়যুক্ত হয়েছেন। আমরা যখনই দায়িত্বে থাকি তার খেয়ানত করি না। তিনি আরো বলেন, কায়সারের দায়িত্বে থাকার সময় যদি তার কোন ভুলক্রুটি হয়ে থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার যদি দায়িত্বপায় সেক্ষেত্রে যদি কোন ভুল করে ভুল রাস্তায় চলে তাহলে আমাদের বলবেন আমরা সংশোধন করে দিবো।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution