• দুপুর ১২:১৫ মিনিট মঙ্গলবার
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা
মাহফুজুর রহমান কালামের উদ্যোগে ১৫ ও ২১ আগস্ট নিহতের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মাহফুজুর রহমান কালামের উদ্যোগে ১৫ ও ২১ আগস্ট নিহতের স্মরণে দোয়া ও আলোচনা সভা

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে দোয়া মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

শনিবার (২৫ আগস্ট) উপজেলার সনমান্দি ইউনিয়নের চকবাজারে মাহফুরুজুর রহমান কালামে নেতৃত্বে যুবলীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

সনমান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ নাসিম, আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান সামসু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান কালাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এমন একটি দেশ গড়া যেখানে ধনী-দারিদ্রের কোর ভেদাভেদ থাকবেনা সম-অধিকারের ভিত্তিতে সবায় এক আকাশের নিচে বসবাস করবে। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতসহ দেশে উন্নয়নের ধার উন্মুক্ত করা এবং শোষণ মুক্ত, উন্নত, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা। কিন্তু বঙ্গবন্ধু তার স্বপ্ন বাস্তবায়ন করার আগেই দুষ্কৃতকারীদের হাতে জীবন দিতে হয়েছে। সেই সঙ্গে তার অনবদ্য অবদান একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ থেকে তার সব কীর্তি-কাহিনী তার সব অবদান নিশ্চিহ্ন করার সব রকমের অপচেষ্টা চালানো হয়। ইতিহাসের বিকৃতি করা হয় ফলে বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিধাদ্বন্ধের রাজনীতিতে চুপসে যায়। বঙ্গবন্ধুর সমর্থকরা যে যেখানে পারেন সে দিন পালিয়ে গিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন এবং যারা স্বদেশে ছিলেন তাদের অনেকেই বিভিন্ন দলে হিজরত করেন। এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করে দলকে পূর্ণগঠনের চেষ্টা করেন। তার প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। সে দিন আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে গেলেও প্রাণ হারান আইভি রহমানসহ ২২ টি তাজা প্রাণ।
সেই ঘটনার পর থেকে বিএনপি জোট সরকারকে এদেশের মানুষ প্রত্যাখান করে বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করেছিলো। সেইসব মানুষের জন্য শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন। দেশ আজ নি¤œ মধ্যম আয়ের দেশে দেশে মধ্যম আয়ের দেশে রূপান্তুরিত হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আগামীও সরকার গঠন করবে।
সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নবনূর হোসেন সাবিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান দুলাল, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আবু সিদ্দিক, আওয়ামী লীগ নেতা এডভোকেট মোখলেছুর রহমান আমির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের জিলানী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ মোল্লা, আশরাফুর কবির, সাবেক ছাত্রলীগ নেতা সুমন আহম্মেদ প্রমূখ।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution