• ভোর ৫:২৪ মিনিট বুধবার
  • ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শম্ভুপুরার চরকিশোরগঞ্জ ও চরহোগরার জাল ভোট ঠেকাতে চ্যালেঞ্জের মুখে প্রশাসন ‘যারা আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন’ বাবুল ওমরের হুমকি-ধামকিতে ভোটের মাঠে প্রভাব পড়েছে আনারস প্রতিকের সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা
সোনারগাঁয়ে আরো ১০ জনের দেহে করোনা সনাক্ত

সোনারগাঁয়ে আরো ১০ জনের দেহে করোনা সনাক্ত

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় নতুন করে আরো ১০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। নমুনা পরিক্ষার তুলনায় আক্রান্তর সংখ্যা ৪০ শতাংশ।

তিনি জানান, ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী ২৫ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। একই দিনে কোভিট-১৯ থেকে সুস্থ হয়েছেন ২ জন। আক্রান্তরা ব্যক্তি হলেন, ১জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তাতুয়াকান্দি, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঠালিয়া পাড়া, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাময়ী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বিসিক, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুধঘাটা, পিরোজপুর।

স্বাস্থ্য বিভাগের তথ্য নিস্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৩৫ জনের ফলাফল অনুযায়ী ১০ জন COVID-19 পজিটিভ ও ২৫ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তাতুয়াকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঠালিয়া পাড়া, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাময়ী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বিসিক, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুধঘাটা, পিরোজপুর।

➖ নেগেটিভের তালিকা : –

১. মোসলিমা, ৩৪ বছর
বড়গাঁও, সাদীপুর।
২. সবুজ, ৩৫ বছর
রহমতপুর, মোগরাপাড়া।
৩. ফাতেমা, ৩২ বছর
আমবাগ, জামপুর।
৪. শিউলী রাণী দাস, ২৭ বছর
বাগবাড়ী, মোগরাপাড়া।
৫. জোহরা, ৩৫ বছর
চৌদানা, আমিনপুর।
৬. মোঃ জাকারিয়া, ৩৭ বছর
বশিরগাঁও, জামপুর।
৭. রাজু আহমেদ, ৩৭ বছর
গোয়ালদী, আমিনপুর।
৮. তানিয়া, ১৬ বছর
দত্তপাড়া, আমিনপুর।
৯. সেলিম, ৪৮ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১০. শাহাব উদ্দিন, ৬৫ বছর
মামরকপুর, বৈদ্যের বাজার।
১১. আরিফা, ২৩ বছর
দেওয়ানবাগ, বন্দর।
১২. মুক্তার, ৪৫ বছর
বসন্দরদী, বৈদ্যের বাজার।
১৩. পারভেজ, ২১ বছর
পঞ্চবটী, বৈদ্যের বাজার।
১৪. সুজন, ৩০ বছর
চৌরাস্তা, মোগরাপাড়া।
১৫. রবিউল মোল্লা, ২৪ বছর
মদনপুর, বন্দর।
১৬. সোনিয়া, ২২ বছর
মদনপুর, বন্দর।
১৭. মীম, ১৮ বছর
মদনপুর, বন্দর।
১৮. আলমগীর, ২৩ বছর
বেঙ্গল সিমেন্ট, বারদী।
১৯. সিফাত, ২৬ বছর
নানাখী, সাদীপুর।
২০. মফিজুল, ১৯ বছর
চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।
২১. মোশাররফ হোসেন, ৫২ বছর
জয়রামপুর, আমিনপুর।
২২. সুমা সাহা, ৩৫ বছর
আমতলা, মোগরাপাড়া।
২৩. মোস্তাক আহমেদ, ৩৮ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
২৪. সুমন, ২১ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
২৫. আমির, ৩৯ বছর
নবীনগর, নোয়াগাঁও।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২ জন সুস্থতা লাভ করেছেন: –

১. তানজিলা, ২১ বছর
মহজমপুর, জামপুর।
২. আয়েশা আক্তার, ৪৫ বছর
জয়রামপুর, আমিনপুর।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৯৭১ জন (মৃত্যু-৩০ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৩১ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution