• রাত ৩:৩০ মিনিট বুধবার
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত
সোনারগাঁয়ে আরো ১৪ করোনা আক্রান্তসহ মোট আক্রান্ত ১৭৩ জন

সোনারগাঁয়ে আরো ১৪ করোনা আক্রান্তসহ মোট আক্রান্ত ১৭৩ জন

Logo


সোনারগাঁয়ে ঈদের পরের আরো ১৪ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে ৯ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ২ প্রাপ্ত বয়স্ক মহিলা ও ১জন শিশু রয়েছেন।  এ নিয়ে সোনারগাঁয়ে ১৭৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নমুনা দিয়ে ২ জন মৃত্যু বরণ করছে।

মোগরাপাড়া ইউনিয়নের কাবিরগঞ্জ ১ জন পুরুষ, কাঁচপুর সোনাপুর ৪জন পুরুষ ও ১জন মহিলা, সনমান্দি ১ জন পুরুষ, পিরোজপুর ভাটিবন্দর ১জন পুরুষ ১জন মহিলা, জামপুর ১জন ছেলে শিশু, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন পুরুষ। ২ জন স্যাম্পল জমা দেয়ার পর মারা গেছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। মঙ্গলবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, আজ ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১৪ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ১২জন ও নারী ১জন ও ১ বছরের মেয়ে শিশু রয়েছে।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১৭৩ জন, সুস্থ হয়েছেন ৭৪ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৬ জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৮২৯ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ১৬৭জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৭৪ জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ৬০জনের ফলাফল অনুযায়ী ১২জন COVID-19 পজিটিভ, ২জন COVID-19 জনিত মৃত্যুএবং ৪৬জন নেগেটিভ এসেছে।

১২জন পজেটিভের মধ্যেঃ
৯জন প্রাপ্তবয়স্ক পুরুষ,২জন প্রাপ্তবয়স্ক মহিলা এবং ১জন ছেলে শিশু (৯বছর) রয়েছে।
১জন পুরুষ- সনমান্দি,সোনারগাঁ।
৪জন পুরুষ- সোনাপুর,কাচপুর।
১জন মহিলা- সোনাপুর,কাচপুর।
১জন পুরুষ- ভাটিবন্দর, পিরোজপুর।
১জন মহিলা- ভাটিবন্দর, পিরোজপুর।
২জন পুরুষ- স্বাস্থ্য কর্মী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ।
১জন ছেলে শিশু- জামপুর, সোনারগাঁ।
১জন পুরুষ- কাবিলগঞ্জ, মোগরাপাড়া।
২জন স্যাম্পল জমা দেয়ার পর মৃত্যু বরণ করেছেন এবং মৃত্যুর পর রেজাল্ট পজিটিভ আসে।
৪৬জন নেগেটিভের তালিকাঃ
১. মহসিন আলম,৩২বছর
ব্রাম্মণভাওগা, জামপুর।
২. আল-বাহার,৪৮বছর
ভট্টপুর সাব সেন্টার,সোনারগাঁ।
৩. ইয়াসিন খন্দকার,৬০বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৪. সালমা,৫৫বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৫. শাকিল,৩২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৬. মায়া আক্তার,৩৬বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৭. মিনহাজুল আলম,১১বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৮. জাহিদুল,২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৯. গোলাম কিবরিয়া,৪৬বছর
উপজেলা পরিষদ,সোনারগাঁ।
১০. তাইয়েবা তানজুম,৬বছর
উপজেলা পরিষদ,সোনারগাঁ।
১১. মনির হোসেন,৩৩বছর
গোয়ালদি, আমিনপুর।
১২. রহিমা বেগম,৩৫বছর
সনমান্দি, সোনারগাঁ।
১৩. হাসনা বেগম,৫০বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৪. আসমা বেগম,২২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৫. আবির হোসেন,৪বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৬. মোঃ হাসিব,১৮বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৭. রাজিব,২৭বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৮. তৌহিদ,২০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৯. ইয়াসমিন,৫০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২০. ইমু,২৫বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২১. আনিসুর রহমান,৪৫বছর
ভাটিবন্দর, পিরোজপুর।
২২. জায়েদা আক্তার,২৬বছর
নাগেরগাঁও,পিরোজপুর।
২৩. মোঃ নুরুল ইসলাম,৬৪বছর
নাগেরগাঁও,পিরোজপুর।
২৪. মোঃ ইমরান, ৩০বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
২৫. জাহাংগীর, ৪০বছর
সনমান্দি, সোনারগাঁ।
২৬. এমদাদুল হক,৩৮বছর
মহজমপুর, জামপুর।
২৭. নাবিল নূর,২৫বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
২৮. আজিজুল মিয়া,৩০বছর
শেখেরচর,বারদি।
২৯. ফারহানা,৩৪বছর CHCP
কোনাবাড়ি সি সি,সাদিপুর।
৩০. উবাইদুল্লাহ,৫মাস
কোনাবাড়ি সি সি,সাদিপুর।
৩১. মোঃ আল-আমিন,৩০বছর
সোনালী ব্যাংক,সোনারগাঁ শাখা।
৩২. মোঃ জাহাংগীর আলম,৩১বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৩৩. জোস্না বেগম,৫০বছর
নয়ানগর, সনমান্দি।
৩৪. সেলিম,৩৫বছর
নয়ানগর, সনমান্দি।
৩৫. কল্পনা আক্তার,২৬বছর
নয়ানগর, সনমান্দি।
৩৬. মায়া আক্তার,৩২বছর
নয়ানগর, সনমান্দি।
৩৭. দিপু,৩০বছর
নয়ানগর, সনমান্দি।
৩৮. মাসুদুর রহমান,৪৭বছর
ষোলপাড়া,আমিনপুর।
৩৯. আমিরুল ইসলাম,৪৩বছর
সোনালী ব্যাংক,সোনারগাঁ শাখা।
৪০. আসমা বেগম,৩৪বছর
বানিনাথপুর, আমিনপুর।
৪১. মনিরুল হক,৪৮বছর
চরলাল,সনমান্দি।
৪২. শায়ান,৩মাস
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৪৩. বিধান বিশ্বাস,৩২বছর
সোনাপুর,কাচপুর।
৪৪. মাইন উদ্দিন,৪২বছর
নীলকান্দি,সনমান্দি।
৪৫. মোঃ মাসুদ রানা,৩৪বছর ( SI)
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৪৬. আমিনুল ইসলাম, ৩০বছর (SI)
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
এদের মধ্যে নিম্নোক্ত ১৯জন পর পর ২টি স্যাম্পল নেগেটিভ হওয়ার মাধ্যমে সুস্থতা লাভ করেছেন।
১. মহসিন আলম,৩২বছর
ব্রাম্মণভাওগা, জামপুর।
২. আল-বাহার,৪৮বছর
ভট্টপুর সাব সেন্টার,সোনারগাঁ।
৩. ইয়াসিন খন্দকার,৬০বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৪. সালমা,৫৫বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৫. শাকিল,৩২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৬. মায়া আক্তার,৩৬বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৭. মিনহাজুল আলম,১১বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৮. জাহিদুল,২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৯. মনির হোসেন,৩৩বছর
গোয়ালদি, আমিনপুর।
১০. রহিমা বেগম,৩৫বছর
সনমান্দি, সোনারগাঁ।
১১. হাসনা বেগম,৫০বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১২. আসমা বেগম,২২বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৩. আবির হোসেন,৪বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৪. মোঃ হাসিব,১৮বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৫. রাজিব,২৭বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
১৬. তৌহিদ,২০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৭. ইয়াসমিন,৫০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৮. ইমু,২৫বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৯. আনিসুর রহমান,৪৫বছর
ভাটিবন্দর, পিরোজপুর।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী-১৬৭জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-৬জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৭৪জন
সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।

Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution