• রাত ৩:০৭ মিনিট বুধবার
  • ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন ঈদের আগে ও পরে দূর্ঘটনা রোধে চালকের সচেতন হতে বললেন হাইওয়ে পুলিশের প্রধান ঈদে মেঘনা সেতু যানজটমুক্ত রাখতে ৬টি নতুন ইটিসি বুথ চালু
সোনারগাঁয়ে আরো ৫ জনের দেহে করোনা সনাক্ত, মোট আক্রান্ত ৪১২

সোনারগাঁয়ে আরো ৫ জনের দেহে করোনা সনাক্ত, মোট আক্রান্ত ৪১২

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২৯ জুন) সোমবার ২৬  জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা ১৯ শতাংশ।

এ নিয়ে সোনারগাঁয়ে ৪১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩২ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৭৯জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা  সোমবার সকলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২৬ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন পুরুষ ২ জন মহিলা। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪১২জন।এরমধ্য সুস্থ হয়েছেন ২৩২জন, মৃত্যুবরণ করছেন ১৫জন আর চিকিৎসা নিচ্ছেন ১৭৯ জন।

তার দেয়া তথ্য মতে  পোরসভার হাতকোপা ১ জন মহিলা, জনতাব্যাংক ১জন, বৈদ্যেরবাজার আনন্দবাজার ব্যাংক অফিস ১ জন পুরুষ, মেঘনা গ্রুপ ১ জন পুরুষ, মোগরাপাড়া গোহাট্টা ১ জন মহিলা কেভিট-১৯ আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৮৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪১২ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৫জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ২৩২ জন সুস্থ হয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত ২৬ জনের ফলাফল অনুযায়ী ৫ জন COVID-19 পজিটিভ এবং ২১ জন নেগেটিভ এসেছে।

➕ ৫ জন পজেটিভের মধ্যেঃ

৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২ জন প্রাপ্তবয়স্কা মহিলা

তন্মধ্যেঃ-
১ জন মহিলা – হাতকোপা, আমিনপুর।
১ জন পুরুষ – ব্র্যাক, আনন্দবাজার, বৈদ্যেরবাজার।
১ জন পুরুষ – মেঘনা গ্রুপ, আনন্দবাজার, বৈদ্যেরবাজার।
১ জন পুরুষ – জনতা ব্যাংক লিঃ, সোনারগাঁও শাখা, আমিনপুর।
১ জন মহিলা – গোহাট্টা, মোগরাপাড়া।

➖ নেগেটিভের তালিকাঃ

১. বেলাল, ৫২ বছর
জয়রামপুর, আমিনপুর।
২. উম্মে হানি বেগম, ৫০ বছর (SSN)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
৩. দিলীপ কুমার রায়, ৫০ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
৪. আলেহা, ৬৫ বছর
দৌলরদী, সনমান্দী।
৫. মোঃ কামরুজ্জামান, ৪০ বছর
চিলারবাগ, আমিনপুর।
৬. সালমা, ২৭ বছর
পশ্চিম বেহাকৈর, কাঁচপুর।
৭. বাবলু মিয়া, ৩১ বছর
ব্র্যাক, চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।
৮. হাজী তালেব আলী, ৮০ বছর
নুনেরটেক, বারদী।
৯. মোঃ আব্দুল আজিজ, ২২ বছর
সোনাপুর, কাঁচপুর।
১০. অনিমেষ, ৩২ বছর
ব্র্যাক, চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।
১১. পরিমল বণিক, ৬০ বছর
রিবর, বারদী।
১২. রহমত আলী, ৩০ বছর
সেনপাড়া, কাঁচপুর।
১৩. শীষমহল, ৪৭ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১৪. হাসান আলী, ৫৫ বছর
নোয়ানগর, সনমান্দী।
১৫. মাকসুদুর রহমান, ২৬ বছর
পুরান টিপরদী, আমিনপুর।
১৬. কাবির আহমেদ, ৬৪ বছর
মদনপুর, বন্দর।
১৭. শাহরিয়ার, ৩২ বছর
মদনপুর, বন্দর।
১৮. খাদিজা, ২০ বছর
মদনপুর, বন্দর।
১৯. জুবায়ের, ২৭ বছর
মদনপুর, বন্দর।
২০. মিতু, ২২ বছর
সোনাপুর, কাঁচপুর।
২১. বুশরা, ২ বছর
সোনাপুর, কাঁচপুর।

*** মৃত্যুর তথ্যঃ-
মোতালেব, ৬০ বছর, ডহরপাড়া, মোগরাপাড়া গত ১৮.০৬.২০২০ খ্রিঃ তারিখে নমুনা প্রদান করেন এবং ১৯.০৬.২০২০ খ্রিঃ তারিখে নমুনার রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি ঘটলে প্রথমে বারাকাহ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ২৮.০৬.২০২০ খ্রিঃ তারিখে সকাল ০৮ঃ৩০ টায় ঢামেক হাসপাতালেই মৃত্যুবরণ করেন।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১৯ জন সুস্থতা লাভ করেছেনঃ-

১. ফাহিম, ৯ বছর
কোনাবাড়ী সিসি, জামপুর
২. সুফিয়া আক্তার, ৪০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৩. হাজী আব্দুল মান্নান, ৬০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪. গোলাম রাব্বী, ২১ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৫. তানিয়া, ২১ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
৬. জিয়াসমিন, ২১ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
৭. আব্দুল কাদির, ৩৯ বছর
বসুন্ধরা গ্রুপ, নিউ টাউন, পিরোজপুর।
৮. আব্দুর রহিম, ৩৩ বছর
বড়নগর, মোগরাপাড়া।
৯. মোঃ আমানউল্লাহ, ৩৯ বছর
উপজেলা পরিষদ, সোনারগাঁ।
১০. সুরভী বেগম, ৫০ বছর
পৌর ভবনাথপুর, আমিনপুর।
১১. রোকেয়া বেগম, ৫৯ বছর
মাধবপুর, মোগরাপাড়া।
১২. আমির হোসেন, ৩৭ বছর
বসুন্ধরা গ্রুপ, নিউ টাউন, পিরোজপুর।
১৩. আলতাফ হোসেন, ৪২ বছর
মোগরাপাড়া, মোগরাপাড়া।
১৪. আব্দুল কারিম, ৬২ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১৫. তাজবীর, ৩২ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১৬. কনস্টেবল শাহ আলম, ৫৪ বছর
সোনারগাঁ থানা, আমিনপুর।
১৭. কনস্টেবল মোঃ মনির হোসেন, ৩০ বছর
সোনারগাঁ থানা, আমিনপুর।
১৮. দ্বীন মোহাম্মদ, ৩৫ বছর
গোহাট্টা, মোগরাপাড়া।
১৯. আফরিন সুলতানা, ২০ বছর
পিরোজপুর, পিরোজপুর।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৪১৩ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-১৬ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-২৫১ জন।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution