• সকাল ৭:৫৮ মিনিট শুক্রবার
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন
সোনারগাঁয়ে আরো ৮ জনের দেহে করোনা সনাক্ত, মোট আক্রান্ত ২৭৯

সোনারগাঁয়ে আরো ৮ জনের দেহে করোনা সনাক্ত, মোট আক্রান্ত ২৭৯

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে  ৩৭ জনের নমুনা পরিক্ষা করে আজ  (০৬-০৬-২০২০ খ্রি:) শনিবার ৮ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে ৬ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ২জন ছেলে শিশু রয়েছে।

এ নিয়ে সোনারগাঁয়ে ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আজ ৪জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ১০০ জন, মৃত্যু বরণ করেছেন ১৩জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬১জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা। শনিবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে সোনারগাঁও পৌরসভায় দৈলেরবাগ পল্লী বিদ্যুতের ১ জন পুরুষ, পৌর ভবনাথপুর ১জন পুরুষ, পিরোজপুর ভবনাথপুর ১ জন পুরুষ, বসুন্ধরা গ্রুপের ১ জন পুরুষ, আষাঢ়িয়ারচর ২জন ছেলে শিশু ও বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া ১জন পুরুষ রয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৮ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ৬ জন ও ২ টি ছেলে শিশু রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬১জন।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২৭৯জন, সুস্থ হয়েছেন ১০০জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ১৩ জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১১৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ২৭৮ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৩জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।এ পর্যন্ত ১০০জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ৩৭জনের ফলাফল অনুযায়ী ৮জন COVID-19 পজিটিভ, ২৯জন নেগেটিভ এসেছে।
৮জন পজেটিভের মধ্যেঃ
৬জন প্রাপ্তবয়স্ক পুরুষ,২জন ছেলে শিশু(৫বছর ;আরেক জন ৫মাস) রয়েছেন।
১জন পুরুষ-ষোল্লপাড়া, মোগরাপাড়া।
১জন পুরুষ- পৌরভবনাথপুর, আমিনপুর।
১জন পুরুষ-দৈলেরবাগ পল্লীবিদ্যুৎ অফিস, আমিনপুর।
১জন পুরুষ- সাতভাইপাড়া, বৈদ্যেরবাজার।
১জন পুরুষ- ভবনাথপুর, পিরোজপুর।
১জনপুরুষ-বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
২জন ছেলে শিশু- আষাড়িয়ারচর, পিরোজপুর।
নেগেটিভের তালিকাঃ
১. মিরাজুল ইসলাম,৫৮বছর
বাংলাবাজার,সনমান্দি।
২. রোকেয়া,৪০বছর
দড়িকান্দি, সনমান্দি।
৩. আনোয়ার হোসেন,২৭বছর
নিউটাউন, পিরোজপুর।
৪. নিবারণ,৪০বছর
বানিনাথপুর, আমিনপুর।
৫. মাহিন খন্দকার, ৫০বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৬. রেশমা, ৩১বছর
মহজমপুর, জামপুর।
৭. মাহফুজুল ইসলাম,২৭বছর
পল্লিবিদ্যুৎ অফিস,আষাড়িয়ারচর, পিরোজপুর।
৮. শাহনাজ পারভীন,১৯বছর
পল্লিবিদ্যুৎ অফিস,আষাড়িয়ারচর, পিরোজপুর।
৯. আব্দুল মজিদ,৩৫বছর
পল্লিবিদ্যুৎ অফিস,সোনারগাঁ।
১০. সাদিয়া,২৬বছর
জৈনপুর,পিরোজপুর।
১১. হাজী আলমগীর,৫২বছর
পৌরভবনাথপুর,আমিনপুর।
১২. রোকেয়া,৪০বছর
নয়াপুর,সাদিপুর।
১৩. আফরিন,২৫বছর
নয়াপুর, সাদিপুর।
১৪. ফারজানা,২৪বছর
হাবিবপুর,মোগরাপাড়া।
১৫. মেহেদী হাসান,২৯বছর
আবুল খায়ের গ্রুপ,মোগরাপাড়া।
১৬. ফজলুল হক,৬৮বছর
পাকুন্দা,জামপুর।
১৭. নজরুল ইসলাম,৬০বছর
সেনপাড়া,কাচপুর।
১৮. মজিবুর রহমান,৭৫বছর
নয়াপুর,সাদিপুর।
১৯. নুরুল ইসলাম,৫০বছর
কোনাবাড়ি,সাদিপুর।
২০. মাসুম রেজা,২৬বছর
কোনাবাড়ি, সাদিপুর।
২১. পারভীন আক্তার,২৮বছর ASI
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
২২. মোঃ বাবুল হোসেন,৪৩বছর
বালুয়াদিঘীরপাড়, আমিনপুর।
২৩. কল্পনা,২৭বছর
আষাড়িয়ারচর, পিরোজপুর।
২৪. তানভীর আহমেদ,২৩বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
২৫. শহীদ হোসেন,২৯বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
২৬. মোঃ সৈকত খান,৩১বছর
নয়াবাড়ি,কাচপুর।
২৭. মাসুদুর রহমান,৪৭বছর
ষোল্লপাড়া, আমিনপুর।
২৮. সীমা আক্তার,৩০বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
২৯. শারমিন,২বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
এদের মধ্যে নিম্নোক্ত ৪জন পর পর দুইটি স্যাম্পল নেগেটিভ হওয়ার মাধ্যমে সুস্থতা লাভ করেছেনঃ
১. মিরাজুল ইসলাম,৫৮বছর
বাংলাবাজার,সনমান্দি।
২. রোকেয়া,৪০বছর
দড়িকান্দি, সনমান্দি।
৩. আনোয়ার হোসেন,২৭বছর
নিউটাউন, পিরোজপুর।
৪. নিবারণ,৪০বছর
বানিনাথপুর, আমিনপুর।
**মৃত্যুর তথ্যঃ
** ১জন পুরুষ(৬৫বছর, বাঘরি, কাচপুর) ৩১.০৫.২০২০ তারিখে অত্র উপজেলা হাসপাতালে স্যাম্পল দেন ও ০৪.০৬.২০২০ তারিখে বাসায় মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পর রেজাল্ট পজিটিভ আসে।
** ১জন পুরুষ(৬২বছর, নানাখি,সাদিপুর-৩) ৩১.০৫.২০২০ তারিখে অত্র হাসপাতালে স্যাম্পল দেন ও ০২.০৬.২০২০ তারিখে বাসায় মৃত্যু বরণ করেন এবং মৃত্যুর পর রেজাল্ট পজিটিভ আসে।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ২৬৬জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ১৩জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ১০০জন
সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution