• রাত ৪:৫৮ মিনিট শনিবার
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার
সোনারগাঁয়ে একদিনে সর্বোচ্চ ২৩জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ১১৪ জন

সোনারগাঁয়ে একদিনে সর্বোচ্চ ২৩জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ১১৪ জন

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  সোনারগাঁ উপজেলায় আজ সোমবার ২৩ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগী ১১৪ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। সোমবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৩ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে ২ বছরের দুটি অপ্রাপ্ত মহিলা রয়েছে,  প্রাপ্ত বয়স্ক পুরুষ ২০ জন রয়েছে। এরমধ্যে সোনারগাঁ থানায় ১০ পুলিশ সদস্য মোগরাপাড়া ইউনিয়নে ৫জন, পিরোজপুর ইউনিয়নে ২জন, সাদিপুর ইউনিয়ন ১জন, সনমান্দি ৪ জন, সোনালী ব্যাংকের ১জন।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১১৪ জন, সুস্থ হয়েছেন ৩১ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৩জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৫০৪ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ১১৪ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৩১ জন সুস্থ হয়েছেন।

নিচে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো:

সর্বশেষ ফলাফল অনুযায়ী ২৩জন COVID-19 পজিটিভ এবং১৪জন নেগেটিভ এসেছে।
২৩জন পজেটিভের মধ্যে ২০জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ, ২জন প্রাপ্তবয়ষ্ক মহিলা ও ১জন মহিলার মৃত্যুর পর COVID-19 পজিটিভ এসেছে।
২৩ জন পজেটিভের মধ্যেঃ
১০জন পুরুষ- সোনারগাঁ থানা,সোনারগাঁ।
১জন পুরুষ- সোনালী ব্যাংক,সোনারগাঁ।
১জন পুরুষ- আষাড়িয়ারচর,পিরোজপুর।
১জন পুরুষ- নোয়াপুর,সাদিপুর-৩।
১জন পুরুষ- পশ্চিম হাবিবপুর,বড়নগর,       মোগরাপাড়া।
১জন পুরুষ- বৈদ্যেরকান্দি,অলিপুরা,সনমান্দি।
২জন পুরুষ- বাড়িচিনিশ,বড়নগর, মোগরাপাড়া।
১জন পুরুষ- বাংলাবাজার,সনমান্দি।
১জন পুরুষ- মেঘনাঘাট,পিরোজপুর।
১জন পুরুষ- দড়িকান্দি,বারপাড়া,সনমান্দি।
১জন মহিলা- দড়িকান্দি,বারপাড়া,সনমান্দি।
১জন মহিলা- ছোট কাজিরগাঁও, বড়নগর, মোগরাপাড়া।
১জন মহিলা (মৃত্যু)- বাড়িমজলিশ,বড়নগর, মোগরাপাড়া, সোনারগাঁ।

নেগেটিভের তালিকাঃ
১. রাসেল মিয়া,৩৫বছর
হাবিবপুর,বড়নগর, মোগরাপাড়া।
২. আকরামুজ্জামান, ৪২বছর
আষাড়িয়ারচর পল্লিবিদ্যু অফিস,পিরোজপুর।
৩. মোঃ আঃ সালাম,৪৩বছর
আষাড়িয়ারচর পল্লিবিদ্যু অফিস,পিরোজপুর।
৪. মোঃ রুহুল আমিন,৪৫বছর
আষাড়িয়ারচর পল্লিবিদ্যু অফিস,পিরোজপুর।
৫. মিজানুর রহমান,৩৭বছর
পূর্ব হাজিপাড়া,রামপুরা,ঢাকা।
৬. মারুফ শরীফ, ২৪বছর
নয়াটোলা,মগবাজার,ঢাকা।
৭. তানজিনা,১৫বছর
বাড়িচিনিশ, বড়নগর, মোগরাপাড়া।
৮. নাজমা,৪৬বছর
বাড়িচিনিশ, বড়নগর, মোগরাপাড়া।
৯. মোঃ ফারুক হোসেন,৩৯বছর
কাঁচপুর মধ্যপাড়া,কাঁচপুর।
১০. আল-আমিন,২৮বছর
মল্লিকপাড়া,সোনারগাঁ।
১১. মাধব,৬১বছর
আশ্রাফদি,বড়নগর, মোগরাপাড়া।
১২. আনোয়ার হোসেন,৩৭বছর
গোয়ালদি,আমিনপুর।
১৩. তরিকুল ইসলাম,৩৪বছর
বাড়িচিনিশ, বড়নগর, মোগরাপাড়া।
১৪. মোস্তাফিজুর রহমান,৩৮বছর
ওসি (তদন্ত),নারায়ণগঞ্জ সদর,নারায়ণগঞ্জ।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ১১২জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ৩জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-৩১জন

সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution