• রাত ৮:২৮ মিনিট বৃহস্পতিবার
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা
সোনারগাঁয়ে একদিনে সর্বোচ্চ ৬৩ জনের মধ্যে ২৮ জনের দেহে করোনা সনাক্ত

সোনারগাঁয়ে একদিনে সর্বোচ্চ ৬৩ জনের মধ্যে ২৮ জনের দেহে করোনা সনাক্ত

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৬৩ জনের নমুনা পরিক্ষা করে আজ  (০৪-০৬-২০২০ খ্রি:) বৃহস্পতিবার ২৮ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে ১৯ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৯ প্রাপ্ত বয়স্ক মহিলা ।  এ নিয়ে সোনারগাঁয়ে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আজ ৪জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৯৬ জন, মৃত্যু বরণ করেছেন ৯জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬১জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা। বুধবার তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে সোনারগাঁ থানায় ২ পুলিশ সদস্য.  সোনারগাঁও পৌরসভায় গোয়ালদী ১জন মহিলা পুরুষ, লাহাপাড়া ১ জন পুরুষ ১ জন মহিলা, দত্তপাড়া ২জন পুরুষ ১জন মহিলা, পৌর ভবনাথপুর ৩জন মহিলা, কাচঁপুর চেঙ্গাইন ১ জন পুরুষ ১জন মহিলা, বাঘরি ১৮জন পুরুষ, মোগরাপাড়া ইউপির গোহাট্টা ১ পুরুষ, বাড়ি মজলিশ ১ জন পুরুষ ১ জন মহিলা, ছোট কাজির গাও ১জন পুরুষ, পিরোজপুর ইউপির বসুন্ধরা ৪জন পুরুষ,  নিউজ টাউন ১ জন পুরুষ, পিরোজপুর ১জন মহিলা ১জন পুরুষ, সাদিপুর নানাখি ১জন পুরুষ, সনমান্দি মারুফদি ১জন পুরুষ, বৈদ্যেরবাজার খংসারদী ১ পুরুষ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ৬৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৮ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ১৯ জন ও নারী ৯। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬১জন।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২৬৬জন, সুস্থ হয়েছেন ৯৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৯ জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১১১১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ২৬৬ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৯জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।এ পর্যন্ত ৯৬জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ৬৩জনের ফলাফল অনুযায়ী ২৮জন COVID-19 পজিটিভ,৩৪জন নেগেটিভ এসেছে এবং ১জন COVID-19 জনিত মৃত্যুবরণ করেছেন।
২৮জন পজেটিভের মধ্যেঃ
১৯জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ ও ৯জন প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন।
২জন পুরুষ- সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৩জন মহিলা- পৌরভবনাথপুর, আমিনপুর।
৪জন পুরুষ- বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১জন পুরুষ, ১জন মহিলা- বড়চেংগাইন,কাচপুর।
১জন পুরুষ- গোহাট্টা, মোগরাপাড়া।
১জন মহিলা- গোয়ালদি,আমিনপুর।
১জন পুরুষ,১জন মহিলা- লাহাপাড়া,আমিনপুর।
১জন পুরুষ- বাঘরি, কাচপুর।
১জন পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১জন পুরুষ- মারুফদি,সনমান্দি।
১জন পুরুষ- নানাখি,সাদিপুর।
১জন মহিলা,১জন পুরুষ- বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১জন পুরুষ- ছোটকাজিরগাও, মোগরাপাড়া।
১জন পুরুষ- খংসারদি, বৈদ্যেরবাজার।
২জন পুরুষ,১জন মহিলা- দত্তপাড়া, আমিনপুর।
১জন পুরুষ,১জন মহিলা- পিরোজপুর-২,পিরোজপুর।

নেগেটিভের তালিকাঃ
১. পলাশ শিকদার,২৫বছর
বৈদ্যেরকান্দি,সনমান্দি।
২. সোহেল,৩২বছর
ছোটকাজিরগাও, মোগরাপাড়া।
৩. মফিজুর রহমান,৩০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৪. মোঃ রোমান হোসেন,২৮বছর (কনস্টেবল)
সোনারগাঁ থানা,সোনারগাঁ।
৫. জাহাংগীর আলম,৬৩বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৬. ইফতেখার আলম,৬৩বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৭. ডেইজি আক্তার,৪০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৮. সাদিয়া আলম,১৪বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৯. নীলুফার ইয়াসমিন, ৪৬বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১০. নাফিসা নূর,১৮বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১১. সাদমান নূর,১৬বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১২. ইমতিয়াজ আহমেদ, ২৩বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১৩. সেলিম,৩২বছর
মল্লিকপাড়া,মোগরাপাড়া।
১৪. কাজল কুমার বণিক,৫০বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১৫. গৌতম চন্দ্র দাস,৩১বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১৬. রাজিব চন্দ্র দাস,৩৪বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১৭. আকাশ তালুকদার,২২বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১৮. মোঃ হাসান,২২বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১৯. আমিনুল হক,৬৮বছর
পঞ্চমী ঘাট,সাদিপুর।
২০. নিলুফা,৩৪বছর
আলাবদি,মোগরাপাড়া।
২১. প্রদিপ দাস,২২বছর
বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
২২. দেলোয়ার, ৫৫বছর
নোয়াইল,আমিনপুর।
২৩. আঃ লতিফ,৬৫বছর
প্রতাপের চর,পিরোজপুর।
২৪. মোঃ রাশেদ,২৭বছর
নয়াপুর, সাদিপুর।
২৫. সাইদুর রহমান,৩০বছর
নয়াপুর পশ্চিমপাড়া,সাদিপুর।
২৬. মোঃ ইসমাইল মোল্লা,৫০বছর
ছনপাড়া,বৈদ্যেরবাজার।
২৭. খুকি,৩০বছর
ভট্টপুর,আমিনপুর।
২৮. ফয়সাল,২১বছর
সনমান্দি, সনমান্দি।
২৯. নবী হোসেন,৪৪বছর
হাড়িয়া বৈদ্যপাড়া, বৈদ্যেরবাজার।
৩০. দুলাল দাস,৫২বছর
ওরলাপুর,বারদি।
৩১. জাকির হোসেন,৪৮বছর
ললাটি,কাচপুর।
৩২. মৃত মকবুল হোসেন,৫৪বছর
দৌলরদি,বারদি।
৩৩. আনিসুর,৪০বছর
যাত্রাবাড়ী, বাংলাবাজার,সনমান্দি।
৩৪. মার্জিয়া আক্তার,২৫বছর
ছোটকাজিরগাও, মোগরাপাড়া।

মৃত্যুর তথ্যঃ
** ১জন মহিলা(৭০বছর;বাড়িচিনিশ, মোগরাপাড়া) করোনা উপসর্গ নিয়ে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ৩১.০৫.২০২০ তারিখ স্যাম্পল দেয়ার পর ০২.০৬.২০২০ তারিখ বাসায় মারা যান ও মৃত্যুর পর পজেটিভ রেজাল্ট আসে।
** ১জন পুরুষ (৫০বছর, বাড়িপাড়া,কাচপুর) ২৬.০৫.২০২০ তারিখে সোনারগাঁ উপজেলা হাসপাতালে স্যাম্পল দেয়ার পর পজিটিভ আসে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ও ০১.০৬.২০২০ তারিখে সেখানেই মৃত্যুবরণ করেন।
** ১জন পুরুষ (৪৭বছর;নয়াপুর,সাদিপুর) করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাল্ট পজিটিভ আসে ও ৩১.০৫.২০২০ তারিখে সেখানে মৃত্যুবরণ করেন।

এদের মধ্যে নিম্নোক্ত ৪জন পর পর ২টি স্যাম্পল নেগেটিভ হওয়ার মাধ্যমে সুস্থতা লাভ করেছেন।
১. পলাশ শিকদার,২৫বছর
বৈদ্যেরকান্দি,সনমান্দি।
২. সোহেল,৩২বছর
ছোটকাজিরগাও, মোগরাপাড়া।
৩. মফিজুর রহমান,৩০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৪. মার্জিয়া আক্তার,২৫বছর
ছোটকাজিরগাও, মোগরাপাড়া।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ২৫৮জন
সর্বমোট COVID19 জনিত মৃত্যু- ১১জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৯৬জন

সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution