• দুপুর ১:৫০ মিনিট বৃহস্পতিবার
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র
সোনারগাঁয়ে কমিউনিটি ক্লিনিকগুলো ঔষধ ও ডাক্তারের অভাবে বেহাল দশা

সোনারগাঁয়ে কমিউনিটি ক্লিনিকগুলো ঔষধ ও ডাক্তারের অভাবে বেহাল দশা

Logo


আশরাফুল আলম, নিউজ সোনারগাঁ২৪ডটকম:

সোনারগাঁ উপজেলার কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো অবকাঠামো ও প্রয়োজনীয় জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে অধিকাংশই মুখ থুবড়ে পড়েছে। এসব কারনে প্রান্তিক জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ সেবা নিতে এসে উল্টো দুর্ভোগের শিকার হচ্ছে। সরকার কর্তৃক এসব ক্লিনিকগুলোতে ২৮ প্রকার ওষুধ প্রদানসহ সপ্তাহে ৬ দিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চালানোর নির্দেশনা থাকলেও কোথাও সেবা কার্যক্রমের সঠিক চিত্র দেখা যায়নি।

সরেজমিন উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ভবনগুলোর ভিতরে স্যাঁতস্যাঁতে ভিজে অবস্থা, অধিকাংশ ক্লিনিকে নেই বিদ্যুৎ সংযোগ, নেই শৌচাগারের ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই এবং নলকুপগুলো অকেজো। আবার রোগীদের চাহিদার তুলনায় প্রর্যাপ্ত ওষুধ নেই। তারপরও যে কয়েক প্রকার ওষুধ পাওয়া যায় এতেই অনেক সন্তুষ্ট গ্রামের সাধারন মানুষ। কিন্তু ক্লিনিকগুলোতে শৌচাগার ও বিদ্যুৎ সংযোগ না থাকার কারনে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্রে জানা যায়, ১৯৯৬-২০০১ সালে তৎকালিন সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় প্রত্যন্ত গ্রামঞ্চলে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোর (সিএইচসি) ভবন নির্মাণ করে। পরে মাঝখানে দীর্ঘ ৭ বছর এ প্রকল্পটি বন্ধ থাকায় ভবনগুলো অব্যবহৃত অবস্থায় পড়েছিল। পুনরায় সরকার ২০০৯ সালে ওই ভবনগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। বর্তমানে সোনারগাঁ উপজেলায় ৩৪ টি (সিএইচসি) ভবন থাকলেও কয়েকটিতে সিএইচএম না থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোর অবস্থাও অনেক নাজুক। ওষুধ সংকট, বিদ্যুৎ না থাকা ও নাজুক পরিস্থিতির কারনে পুরোপুরি সেবা পাচ্ছেনা গ্রামঞ্চলের সাধারন দরিদ্র মানুষ।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা মঙ্গলেরগাঁও গ্রামের বাসিন্দা রহিমা আক্তার বলেন, এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলো থাকার পরও আমাদের কষ্ট করে অনেক দুরে উপজেলা সদর হাসপাতালে যেতে হয়। এলাকার এসব ক্লিনিকে বসার জায়গা নেই, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই, শৌচাগার নেই, ঠিকমত ওষুধ না থাকার কারনে ক্লিনিকে গিয়ে উল্টো ভোগান্তি ও কষ্ট পেতে হয়। তাছাড়া ক্লিনিকে বসা ম্যাডামের ব্যবহার অনেক খারাপ। ঠিকমত ওষুদ না দিয়ে রোগীদের সাথে রাগারাগি করেন।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিএইচসিটি ফাহামিদ আক্তার জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে কমিউনিটি ক্লিনিক ভবনের ছাদে ফাটল দেখা দিয়েছে সে কারনে পানি পড়ে। সরকার কর্তৃক দেওয়া আলমারী ভেঙ্গে যাওয়ার কারনে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও কাগজপত্র রাখার অসুবিধা হয়। এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার লিখিত ভাবে আবেদন পাঠানো হয়েছে।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. তানভির আহাম্মেদ চৌধুরী জানান, আমার জানা মতে উপজেলার সবকয়টি কমিউনিটি হেলথ ক্লিনিক সচল রয়েছে। ক্লিনিকগুলোর যেসব সমস্যা রয়েছে তা নিরুপন করে স্বাস্থ্য অধিদফতরে লিখিত আবেদন পাঠানো হয়েছে। কোন স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution