• রাত ১০:৪৩ মিনিট মঙ্গলবার
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত
সোনারগাঁয়ে ৭৫ জনের মধ্যে ২৫ জনের দেহে করোনা সনাক্ত, মোট সনাক্ত ২৩৮

সোনারগাঁয়ে ৭৫ জনের মধ্যে ২৫ জনের দেহে করোনা সনাক্ত, মোট সনাক্ত ২৩৮

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ে ৭৫ জনের নমুনা পরিক্ষা করে আজ  (০৩-০৪-২০২০ খ্রি:) বুধবার ২৫ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে ১৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১০ প্রাপ্ত বয়স্ক মহিলা ও একটি শিশু রয়েছে  এ নিয়ে সোনারগাঁয়ে ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আজ ৯জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৯২ জন, মৃত্যু বরণ করেছেন ৮জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৩৮জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা। বুধবার তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে সোনারগাঁও পৌরসভায় উদ্ববগঞ্জ ১জন পুরুষ, বালুয়াদিঘিরি পাড় ১ জনপুরুষ, দত্তপাড়া ২জন পুরুষ, পৌর ভবনাথপুর ২জন মহিলা, কাচঁপুর নয়াবাড়ি ১জন মহিলা, সোনাপুর ১জন পুরুষ, মোগরাপাড়া ইউপির ভৈরবদী ১জন পুরুষ, মোগরাপাড়া ১জন পুরুষ, কোম্পানী গঞ্জ ১ পুরুষ, মাধবপুর একজন মহিলা, জামপুর তালতলা ১জন মহিলা, জালকান্দি ১  মহিলা, পিরোজপুর নাগের গাঁও ১জন পুরুষ, বসুন্ধরা গ্রুপ ১জন পুরুষ, ভাটিকান্দি ১জন পুরুষ, আষাঢ়িয়ারচর ৩ বছরের শিশু, সাদিপুর ১জন মহিলা, সনমান্দি জাঙ্গাল ১জন পুরুষ, বৈদ্যেরবাজার সাত ভাইয়াপাড়া  ২জন মহিলা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৫জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ১৪ জন ও নারী ৯ ও ৩ বছরের একটি ছেলে শিশু রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৩৮জন।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২৩৮জন, সুস্থ হয়েছেন ৯২ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৮ জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ২৩৭জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৯২ জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ৭৫জনের ফলাফল অনুযায়ী ২৫জন COVID-19 পজিটিভ,৫০জন নেগেটিভ এসেছে।

২৫জন পজেটিভের মধ্যেঃ
১৪জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১০জন প্রাপ্তবয়স্ক মহিলা,১জন ছেলে শিশু(৩বছর) রয়েছেন।

১জন পুরুষ-উদ্ধবগঞ্জ, আমিনপুর।
১জন পুরুষ- বালুয়াদিঘীরপাড়, আমিনপুর।
২জন পুরুষ- দত্তপাড়া, আমিনপুর।
২জন মহিলা- পৌরভবনাথপুর, আমিনপুর।
১জন পুরুষ-নয়াবাড়ি,কাচপুর।
১জন মহিলা- সোনাপুর,কাচপুর।
১জন পুরুষ-ভৈরবদি, মোগরাপাড়া।
১জন পুরুষ- মোগরাপাড়া, মোগরাপাড়া।
১জন পুরুষ- কোম্পানিগঞ্জ, মোগরাপাড়া।
১জন মহিলা- মাধবপুর, মোগরাপাড়া।
১জন মহিলা- তালতলা,জামপুর।
১জন মহিলা- জালকান্দি, জামপুর।
১জন পুরুষ- নাগেরগাঁও, পিরোজপুর।
১জন পুরুষ- বসুন্ধরাগ্রুপ, পিরোজপুর।
১জন পুরুষ- ভাটিবন্দর, পিরোজপুর।
১জন পুরুষ, ১জন মহিলা, ১জন ছেলে শিশু (৩বছর) -আষাড়িয়ারচর, পিরোজপুর।
১জন মহিলা- হলদাবাড়ি, সাদিপুর।
১জন পুরুষ- জাংগাল, সনমান্দি।
১জন পুরুষ,২জন মহিলা- সাতভাইপাড়া, বৈদ্যেরবাজার।

নেগেটিভের তালিকাঃ
১.মোতাহার মাসুম শিকদার, ৪৫বছর
কৃশ্নপুরা,আমিনপুর।
২. জিয়া হায়দার,৫৮বছর
পৌরভবনাথপুর,আমিনপুর।
৩. মোঃ বিল্লাল হোসেন, ৫৮বছর
কাচপুর, সোনারগাঁ।
৪. ডাঃ নাঈম ফেরদৌস,৩০বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সোনারগাঁ।
৫. লোকমান মিয়া,৫০বছর
সোনাপুর,কাচপুর।
৬. তানজিলা,২৪বছর
সোনাপুর,কাচপুর।
৭. ফরিদ উদ্দিন,৪১বছর
নয়াপুর,সাদিপুর।
৮. শাহিন মোল্লা,৪৫বছর
পশ্চিম হাবিবপুর,মোগরাপাড়া।
৯. নাহিদ,১৮বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১০. কবির হোসেন,৪৬বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১১. মোয়াজ্জেমুল হক,৫৩বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১২. জাহাংগীর আলম,৪৪বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৩. অরপা,৬মাস
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১৪.নুরুল আমিন,৪৮বছর
চেংগাকান্দি, পিরোজপুর।
১৫. মোঃ জসিম,৪৫বছর
চিলারবাগ,আমিনপুর।
১৬. মনোয়ারা,৫৮বছর
বালুয়াদিঘীরপাড়, আমিনপুর।
১৭. আজহারুল ইসলাম,৩১বছর
হামছাদি,বৈদ্যেরবাজার।
১৮. ফারুক আহমেদ তপন, ৪৯বছর
পৌরভবনাথপুর,আমিনপুর।
১৯. মোঃ মামুন মিয়া,৪৩বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২০. ফয়সাল আহমেদ, ২৭বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২১. শরাফত আলী,৬২বছর
মংগলেরগাও, পিরোজপুর।
২২. আলভি,১৫বছর
চিলারবাগ, আমিনপুর।
২৩. সীমা আক্তার,৪০বছর
চিলারবাগ, আমিনপুর।
২৪. সুরাইয়া বেগম,৩৫বছর
ছুনপাড়া,বৈদ্যেরবাজার।
২৫. প্রতাপ কুমার,৪০বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২৬. মোঃ আনোয়ার হোসেন,৭০বছর
দত্তপাড়া,আমিনপুর।
২৭. রাসেল,২৬বছর
নাগেরগাঁও, পিরোজপুর।
২৮. জসিম,৩০বছর
জোয়ারদি,সনমান্দি।
২৯. আঃ বাতেন,৭২বছর
সাতভাইপাড়া, বৈদ্যেরবাজার।
৩০. আল-আমিন, ২৮বছর
সাতভাইপাড়া, বৈদ্যেরবাজার।
৩১. মোঃ ইমরান, ২৪বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৩২. মোঃ মনির, ৪৩বছর
বসুন্ধরা পেপার মিল,পিরোজপুর।
৩৩. ওমর আলী,৩৮বছর
হাতকোপা,আমিনপুর।
৩৪. ফাইজুর,রহমান, ৪৫বছর
হলদাবাড়ি,সাদিপুর।
৩৫. তাসমিম আক্তার,১৮বছর
হলদাবাড়ি,সাদিপুর।
৩৬. ওয়ালিদ ভুইয়া,১৮বছর
হলদাবাড়ি,সাদিপুর।
৩৭. তানভীর ভুইয়া,১৮বছর
হলদাবাড়ি,সাদিপুর।
৩৮. রিয়াদ,২১বছর
পৌরভবনাথপুর, আমিনপুর।
৩৯. ঝুমন,২০বছর
পৌরভবনাথপুর, আমিনপুর।
৪০. সাজু,৪০বছর
কাপরদি, মোগরাপাড়া।
৪১. আঃ মালেক,৩৯বছর
হাতকোপা,আমিনপুর।
৪২. তেহেরুন,৬২বছর
সাতভাইপাড়া, বৈদ্যেরবাজার।
৪৩. মোঃ সামসুদ্দিন,৪০বছর
আলমদি,বারদি-৩।
৪৪. শাফিয়া,৭০বছর
সনমান্দি, সোনারগাঁ।
৪৫. জামান,৩৬বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৪৬. বৃষ্টি, ২৫বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৪৭. ওমর ফারুক,৩২বছর
দলদার,মোগরাপাড়া।
৪৮. আমেলা,৬০বছর
দলদার,মোগরাপাড়া।
৪৯. মোঃ জাহিদ হোসেন,২৪বছর
হাবিবপুর,মোগরাপাড়া।
৫০. শাকিল,৩৯বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।

এদের মধ্যে ৯জন পর পর ২টি স্যাম্পল নেগেটিভ হওয়ার মাধ্যমে সুস্থতা লাভ করেছেন।
১. লোকমান মিয়া,৫০বছর
সোনাপুর,কাচপুর।
২. তানজিলা,২৪বছর
সোনাপুর,কাচপুর।
৩. ফরিদ উদ্দিন,৪১বছর
নয়াপুর,সাদিপুর।
৪. শাহিন মোল্লা,৪৫বছর
পশ্চিম হাবিবপুর,মোগরাপাড়া।
৫. নাহিদ,১৮বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৬. কবির হোসেন,৪৬বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৭. মোয়াজ্জেমুল হক,৫৩বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৮. জাহাংগীর আলম,৪৪বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৯. অরপা,৬মাস
বাড়িচিনিশ, মোগরাপাড়া।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী – ২৩০জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ৮জন
সর্বমোট সুস্থতা লাভ করছেন- ৯২জন

সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution