• রাত ৯:৪২ মিনিট মঙ্গলবার
  • ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন ঈদের আগে ও পরে দূর্ঘটনা রোধে চালকের সচেতন হতে বললেন হাইওয়ে পুলিশের প্রধান ঈদে মেঘনা সেতু যানজটমুক্ত রাখতে ৬টি নতুন ইটিসি বুথ চালু
সোনারগাঁয়ে একদিকে করোনায় সুস্থ ৫, আক্রান্ত ২ মোট আক্রান্ত ৪৯৬

সোনারগাঁয়ে একদিকে করোনায় সুস্থ ৫, আক্রান্ত ২ মোট আক্রান্ত ৪৯৬

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২ আগস্ট)
১৩ জনের নমুনা পরিক্ষার রির্পোটে ২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৬ জন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪৬ জন, মৃত্যু বরণ করেছেন ১৮ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১৩ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৬ জন, মৃত্যুবরণ করছেন ১৮ জন আর চিকিৎসা নিচ্ছেন ৩২ জন।

তার দেয়া তথ্যমতে, সোনারগাঁ সনমান্দি ইউনিয়নের মাঝেরচর এলাকায় ১ জন পুরুষ ও উপজেলা পরিষদে ১ জন মহিলা কোভিট ১৯ আক্রান্ত হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২১৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৯৬ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৪৪৬ জন সুস্থ হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল:

সর্বশেষ প্রাপ্ত ১৩ জনের ফলাফল অনুযায়ী ১১ জন COVID-19 নেগেটিভ ও ২ জন COVID-19 পজিটিভ এসেছে।

২ জন পজিটিভের মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা।

তন্মধ্যেঃ

১ জন পুরুষ – মাঝের চর, সনমান্দি।
১ জন মহিলা – উপজেলা পরিষদ, সোনারগাঁ।

নেগেটিভের তালিকাঃ

১. সৈকত, ৩৫বছর
কাঁচপুর ভূমি অফিস, কাঁচপুর।
২. আঃ আউয়াল, ৪৫বছর
গোয়ালদি, আমিনপুর।
৩. শহিদুল ইসলাম, ৪৫বছর
বরপা বাগান বাড়ি, রুপগঞ্জ।
৪. মুক্তা, ৩২ বছর
বরপা বাগান বাড়ি, রুপগঞ্জ।
৫. আজমল হোসেন, ৫০বছর
নিউটাউন আবাসিক এলাকা, পিরোজপুর।
৬. ফাহিন, ২৪বছর
কাজিপাড়া, জামপুর।
৭. দেলোয়ার, ৩৫বছর
আনন্দ বাজার, বৈদ্যেরবাজার।
৮. সাইফুল ইসলাম, ৩৯ বছর
ঝাউচর, পিরোজপুর।
৯. গোলজার, ৪০ বছর
ইসলামপুর,পিরোজপুর।
১০. রুনা, ৩৫ বছর (SSN)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১১. ফারুক, ৪০ বছর
ছোট সাদিপুর, মোগরাপাড়া।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৫ জন সুস্থতা লাভ করেছেনঃ-

১. মোহাম্মদুল্লহ, ৪৮ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
২. জাকির হোসেন,৫৬ বছর
খাগুটিয়া, আমিনপুর।
৩. ডাঃ রাসেল, ৩৩বছর
পিরোজপুর, পিরোজপুর।
৪. মোঃ শহীদুল্লাহ, ৬২বছর
পিরোজপুর, পিরোজপুর।
৫. আব্দুল হাই, ৩৫ বছর
বানিয়াতলি, সনমান্দি।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৪৯৬ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ১৯ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৪৪৬ জন।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution