• সন্ধ্যা ৭:১৮ মিনিট রবিবার
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী

৪ থেকে বেড়ে হলো ৬

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ জনের নাম ঘোষণা করা হয়। তবে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ থেকে ৬ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে জানিয়েছেন আহবায়ক শামসুল ইসলাম ভূইয়া। এতে করে বেশ দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। বিশেষ সুবিধা আদায়ের গুঞ্জন রয়েছে উপজেলা কমিটির বিরুদ্ধে।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিতসভায় পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাদের মতামত উপর নির্ভর করে মেয়র পদে ৪ জন প্রার্থীর নাম সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় রয়েছে ছগীর আহম্মেদ, গাজী মুজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা, এটি ফজলে রাব্বী। আর তালিকা থেকে বাদ পড়েন ডেপুটি কমান্ডার ওসমান গনী ও কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মোহাম্মদ হোসাইন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এফ এইচ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এফ এইচ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে একাধিক সূত্র বলছে, বর্ষিত সভার সিদ্ধান্তে ৪ জন প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়। তবে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা আরো দুজনের নাম যুক্ত করেন। বিশেষ সুবিধা গ্রহণ করে বাদ পড়ে যাওয়া বাকি দুজনের নাম সংযোগ করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

সোনারগাঁও আওয়ামীলীগের আহবায়ক শামসুল ইসলাম ভূইয়া বলেন, ওসমান গনী ও মোহাম্মদ হোসাইন সহ মোট ৬জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের নির্দেশনা হচ্ছে কমপক্ষে ৩ জন তিনজন আর উপরে যত ইচ্ছে দেয়া যাবে। ওই সভায় আমি ৬ জনের নাম প্রস্তাব করেছি সবাই সমর্থন দিয়েছিল। আমি চলে আসার পরে তারা ৪ জনের নাম সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্র ৬ জন প্রার্থীর নাম যাবে।

তিনি আরো বলেন, প্রার্থীর নাম যাবে আমাদের স্বাক্ষরে পৌরসভা কমিটির স্বাক্ষরে নয়। এরা প্রস্তাব করতে পারে সিদ্ধান্ত দিব আমরা।

অন্যদিকে সোনারগাঁও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, ওই সভায় সামসুল ইসলাম ভূইয়ার সিদ্ধান্তের ৬ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর বিষয় উপস্থিত নেতৃবৃন্দদের কেউ সমর্থন করেনি। মাঠে আছে ৪ জন তাদের নাম সবাই সমর্থন করেছে। নেতৃবৃন্দদের অনেকে বক্তব্যও রাখছে, সংসদ নির্বাচনে ১৭-১৮ জন প্রার্থীর নাম সোনারগাঁওবাসীকে লজ্জায় ফেলছে। আমরা সোনারগাঁওবাসীকে লজ্জায় ফেলতে চাইনা।

তিনি আরো বলেন, প্রার্থীদের তালিকায় নতুন নাম সংযুক্ত করার এখতিয়ার উনার (সোনারগাঁও আওয়ামীলীগের আহবায়ক শামসুল ইসলাম ভূইয়া) নেই। উনি পৌরসভা আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সিদ্ধান্ত ফরওয়ার্ড করবে। আর গত ৪ নভেম্বর ওই সভায় সোনারগাঁও পৌরসভা নির্বাচনের জন্য ৪ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেক্রেটারী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারবে। একমাত্র তাদের এ ব্যাপারে এখতিয়ার রয়েছে। আর ধাপে ধাপে এই সিদ্ধান্তের কাগজ উর্ধ্বতন কমিটি হয়ে কেন্দ্রে পৌঁছবে। উর্ধ্বতন কমিটিগুলো সিদ্ধান্ত ফরোয়ার্ড করবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution