• বিকাল ৪:৩৫ মিনিট শনিবার
  • ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা
সোনারগাঁ করোনায় একজনের মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

সোনারগাঁ করোনায় একজনের মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজও ৪৪ জনের নমুনা পরিক্ষ করে ৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এছাড়া এক জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। নতুন করে সুস্থতা লাভ করেছেন ৪৭ জন।

শনিবান দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ১৫ শতাংশ।

তিনি জানান, শনিবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ৪৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এছাড়া পিরোজপুর দুধঘাটা এলাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মৃত্যু বরন করেছেন। একই দিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪৭ জন। নতুন করে একদিনে আক্রান্তরা হলেন, ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দামোদরদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – এলাহীনগর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গঙ্গানগর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কলতাপাড়া, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাগমুছা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৮৯ সুস্থ হয়েছেন ১৫৯৯ জন এছাড়া মোট মৃত্যুবরন করেছেন ৪৮ জন।

নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৪৪ জনের ফলাফল অনুযায়ী ৭ জন COVID-19 পজিটিভ ও ৩৭ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দামোদরদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – এলাহীনগর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গঙ্গানগর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কলতাপাড়া, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাগমুছা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।

➖ নেগেটিভের তথ্য : –

১. আরিফ, ৩৮ বছর
ভবনাথপুর, আমিনপুর।
২. আসলাম, ৩১ বছর
কান্দারগাঁও, পিরোজপুর।
৩. আফরোজা, ৩৫ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৪. রিপন, ৩৪ বছর
ললাটি, কাঁচপুর।
৫. জয়নাল, ৩০ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৬. জসিম উদ্দিন, ৪৭ বছর
বড়গাঁও, সাদীপুর।
৭. করিম আহমেদ, ৫৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৮. পাভেল, ২৩ বছর
দড়িকান্দি, সনমান্দী।
৯. জয়েল উদ্দিন, ৩১ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১০. শহীদুল, ৩৪ বছর
সাদীপুর, সাদীপুর।
১১. সোহেল, ৩৫ বছর
চর বলাকী, গজারিয়া।
১২. মমতাজ বেগম, ৫৬ বছর
মুসার চর, জামপুর।
১৩. Zhang Zu Jian, ৪৫ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৪. Zhang Zu Ya, ৫৩ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৫. Zhang Cao, ৪০ বছর
মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।
১৬. আমেনা, ৫০ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১৭. শিলা আক্তার, ৩৬ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১৮. জাহানারা, ৩৮ বছর
ইউসুফগঞ্জ, মোগরাপাড়া।
১৯. পারুল, ৫০ বছর
নয়ামাটি, আমিনপুর।
২০. আব্দুল আলী, ৩১ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
২১. তুলি, ২১ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
২২. পারভীন, ৩০ বছর
ঝাউচর, পিরোজপুর।
২৩. জাহিদ হাসান, ২৫ বছর
উদ্ধবগঞ্জ, আমিনপুর।
২৪. নাজনীন সুলতানা, ২২ বছর
উদ্ধবগঞ্জ, আমিনপুর।
২৫. মাহাবুবুল হক, ২৬ বছর
ব্র্যাক, মোগরাপাড়া।
২৬. জামাল, ৬৫ বছর
মীরেরবাগ, জামপুর।
২৭. রমজান, ২০ বছর
কোরবানপুর, জামপুর।
২৮. জহিরুল, ২৯ বছর
কোরবানপুর, জামপুর।
২৯. খালেকুজ্জামান, ৩৯ বছর
মুসাপুর, বন্দর।
৩০. আব্দুর রউফ, ৪৫ বছর
নোয়াকান্দি, সনমান্দী।
৩১. জান্নাত, ২৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩২. আল আমিন, ৩২ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩৩. জাহাঙ্গীর, ৫৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩৪. নাসির উদ্দিন, ৪৯ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩৫. বিউটি, ৪০ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩৬. উবায়দুল্লাহ বাদল, ৩৫ বছর
গোলনগর, সাদীপুর।
৩৭. শহীদুল্লাহ, ৬০ বছর
মশুরাকান্দা, সনমান্দী।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৪৭ জন সুস্থতা লাভ করেছেন:-

১. মাসুম বিল্লাহ, ৩১ বছর
রহিম স্টিল, নয়াবাড়ী, কাঁচপুর।
২. রেহানা আক্তার, ৩০ বছর
রায়ের টেক, কাঁচপুর।
৩. রিতা আক্তার, ৪৩ বছর
কুতুবপুর, কাঁচপুর।
৪. হযরত আলী, ৩০ বছর
সোনাপুর, কাঁচপুর।
৫. সাহারা বেগম, ৭০ বছর
কোম্পানীগঞ্জ, মোগরাপাড়া।
৬. বিউটি, ৪৫ বছর
চর লাল, সনমান্দী।
৭. মোঃ আলী, ২৩ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৮. হাসনে আরা, ৫৫ বছর
চান্দের কীর্তি, বৈদ্যের বাজার।
৯. তাজ মহল, ৬০ বছর
দমদমা, মোগরাপাড়া।
১০. নার্গিস, ২৮ বছর
চর লাল, সনমান্দী।
১১. শহীদুল, ৩৩ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১২. ইমন, ২৭ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১৩. জুনায়েদ খান, ৩২ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১৪. হোসেন, ৪৪ বছর
হাতকোপা, আমিনপুর।
১৫. আহসান হাবীব, ২৪ বছর
ঝাউচর, পিরোজপুর।
১৬. সাজ্জাদ, ২৭ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৭. পারভেজ, ২২ বছর
আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
১৮. শারমিন, ৩০ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
১৯. বাশার মোল্লা, ৩২ বছর
এপিলিয়ন লিঃ, কুতুবপুর, কাঁচপুর।
২০. রবিউল ইসলাম, ৩০ বছর
রহিম স্টিল, নয়াবাড়ী, কাঁচপুর।
২১. সুলতান বাদশাহ, ৩৩ বছর
সোনাপুর, কাঁচপুর।
২২. তামান্না, ২০ বছর
পশ্চিম বেহাকৈর, কাঁচপুর।
২৩. আলমগীর হোসেন, ৪০ বছর
কুতুবপুর, কাঁচপুর।
২৪. নাসিমা, ৫৫ বছর
মৃধাকান্দি, পিরোজপুর।
২৫. জহিরুল ইসলাম, ৩৫ বছর
কাজহরদী, সাদীপুর।
২৬. ফাবিয়া, ১১ বছর
দত্তপাড়া, আমিনপুর।
২৭. ফয়সাল, ২৮ বছর
টিপর্দী, আমিনপুর।
২৮. ফাতেমা, ৪০ বছর
মাধবপুর, মোগরাপাড়া।
২৯. শাহদাৎ, ৪৬ বছর
লাফার্জ হোলসিম প্ল্যান্ট, পিরোজপুর।
৩০. জয়নাল আবেদীন, ৩৬ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৩১. আতিকুল, ২৭ বছর
আনন্দ বাজার, বৈদ্যের বাজার।
৩২. ইয়াসমিন, ৩৫ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৩৩. শাহিদা, ২০ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩৪. রাব্বী, ১৯ বছর
ললাটি, কাঁচপুর।
৩৫. মাহফুজা, ৩০ বছর
খাসনগর, আমিনপুর।
৩৬. বাতেন, ৪০ বছর
খাসনগর, আমিনপুর।
৩৭. মিনারা, ৪০ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৩৮. শাহিনুর, ৩৯ বছর
বাবরকপুর, মোগরাপাড়া।
৩৯. হাবিবুর, ৪০ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
৪০. বাবুল, ৪৫ বছর
সাহাপুর, আমিনপুর।
৪১. রিপা আক্তার, ৩৯ বছর
খুলিয়া পাড়া, মোগরাপাড়া।
৪২. কাজল, ১৯ বছর
পাঁচ আনী, সনমান্দী।
৪৩. বিপ্লব, ২১ বছর
সোনাময়ী, বৈদ্যের বাজার।
৪৪. আলম, ৪২ বছর
ঈমানেরকান্দি, সনমান্দী।
৪৫. তুহিন, ২৭ বছর
বাবরকপুর, মোগরাপাড়া।
৪৬. জাকির হোসেন, ৪৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪৭. সমাপ্তি, ২৭ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

*** মৃত্যুর তথ্য :-

৭০ বছর বয়সী ১ জন মহিলা (দুধঘাটা, পিরোজপুর) ১৭.০৭.২০২১ খ্রিঃ অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নমুনা প্রদান করেন এবং সেদিনই দিবাগত রাত ২.০০ টার সময় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ১৯.০৭.২০২১ খ্রিঃ প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁর ফলাফল COVID-19 পজিটিভ আসে।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ১৮৮৯ জন (মৃত্যু-৪৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ১৫৯৯ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution