• সন্ধ্যা ৭:৪০ মিনিট শনিবার
  • ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা
সোনারগাঁয়ে নতুন আক্রান্ত ৫, সুস্থ ৩৮

সোনারগাঁয়ে নতুন আক্রান্ত ৫, সুস্থ ৩৮

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ একদিনে আরো ৫ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।  সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্যে ৩৮ জনের নমুনা পরিক্ষা করে ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় ১৩ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছেন ৩৮  জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ৩৬ জনের নমুনা পরিক্ষা করে ৩ জন পুরুষ ও ২ জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ৩০৩৯ জন, সুস্থ হয়েছেন ২৭২৮ মারা গেছেন ৬৯ জন।

নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৩৬ জনের ফলাফল অনুযায়ী ৫ জন COVID-19 পজিটিভ ও ৩১ জননেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নয়াপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কলতাপাড়া, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা, জামপুর।

➖ নেগেটিভের তালিকা : –

১. হেলাল, ২৭ বছর
মদনপুর, বন্দর।
২. রাজু, ২৬ বছর
মদনপুর, বন্দর।
৩. আতাউর, ৩৫ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৪. সুমন, ২৪ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৫. দীপু, ২২ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৬. লুনা, ২১ বছর
পরমেশ্বরদী, নোয়াগাঁও।
৭. রেওয়াজ উদ্দিন, ৭৫ বছর
হরিপুর, মেঘনা, কুমিল্লা।
৮. আলমগীর, ৩৫ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৯. গোলাপী, ৪৫ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১০. রাজ্জাক, ২০ বছর
চৌধুরীরগাঁও, শম্ভুপুরা।
১১. শাহ আলম, ৩৫ বছর
সাহাপুর, আমিনপুর।
১২. তানহা, ৮ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১৩. শারমিন ইসলাম, ৩৫ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১৪. মামুন, ৩৫ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৫. মেহেদী হাসান, ২৩ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
১৬. নাজমুল, ২৬ বছর
ফতেহপুর, সনমান্দী।
১৭. সাগর, ২১ বছর
গোয়ালদী, আমিনপুর।
১৮. নাসিরুল, ৩২ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
১৯. খোকন, ৪০ বছর
কান্দারগাঁও, পিরোজপুর।
২০. সবুজ, ২২ বছর
দুধঘাটা, পিরোজপুর।
২১. সাদ্দাম, ২২ বছর
চেলার চর, শম্ভুপুরা।
২২. শাওন, ২২ বছর
চেলার চর, শম্ভুপুরা।
২৩. শাহজাদা, ২৭ বছর
নয়াপুর, সাদীপুর।
২৪. আজিজুল ইসলাম, ১৮ বছর
দীঘির পাড়, আমিনপুর।
২৫. হাজেরা, ৪০ বছর
জয়রামপুর, আমিনপুর।
২৬. শচীন দে, ২০ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
২৭. আঁখি, ৩৩ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
২৮. মতিন, ৪২ বছর
বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ।
২৯. খুরশীদা রহমান, ৩৩ বছর
চেঙ্গাকান্দি, পিরোজপুর।
৩০. আনিসুল হক, ৩৭ বছর
চেঙ্গাকান্দি, পিরোজপুর।
৩১. জাকির, ৪৮ বছর
পাঁচ আনী, সনমান্দী।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৩৮ জন সুস্থতা লাভ করেছেন:-

১. শান্তা, ১৮ বছর
কাঁচপুর, কাঁচপুর।
২. মিজানুর রহমান, ৩৭ বছর
নয়াপুর, সাদীপুর।
৩. ইকবাল, ৪৪ বছর
নয়াপুর, সাদীপুর।
৪. তন্ময়, ৩২ বছর
নয়াপুর, সাদীপুর।
৫. সাইদুল ইসলাম, ২৯ বছর
আন্ধারমানিক, সাদীপুর।
৬. আমির হোসেন, ৪৫ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৭. মাসুদার রহমান, ৩৪ বছর
নানাখী, সাদীপুর।
৮. ফয়সাল, ১৮ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৯. আব্দুল হালিম অপু, ৪৪ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১০. মিনহাজ, ২৮ বছর
নয়াপুর, সাদীপুর।
১১. আলতাফ মামুন, ৪২ বছর
আলাব্দী, মোগরাপাড়া।
১২. মিলি, ২৮ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৩. আসমা আক্তার, ৫০ বছর
ষোলপাড়া, আমিনপুর।
১৪. মোঃ ঐকতান-ই-দিলশাদ, ৩০ বছর
হাতকোপা, আমিনপুর।
১৫. মোঃ জুবায়ের হোসেন, ৩৪ বছর
পাঠাল পাড়া, আমিনপুর।
১৬. মর্জিনা, ৩১ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৭. উমর ফারুক, ৫৭ বছর
জয়রামপুর, আমিনপুর।
১৮. নাহিদুজ্জামান লিটন, ২৬ বছর
টিপর্দী, আমিনপুর।
১৯. শাহ পরাণ, ২৭ বছর
সনমান্দী, সনমান্দী।
২০. ফয়েজুল ইসলাম মুন্না, ২৭ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
২১. ইমরান, ১৭ বছর
ভট্টপুর, আমিনপুর।
২২. আরিফ, ৩২ বছর
রহমতপুর, মোগরাপাড়া।
২৩. মোশাররফ, ২৯ বছর
নানাখী, সাদীপুর।
২৪. আশরাফ, ১৯ বছর
সনমান্দী, সনমান্দী।
২৫. আমিনুর রশীদ মোল্লা, ৩২ বছর
লক্ষ্মীবরদী, নোয়াগাঁও।
২৬. তানজিম খান মাইশা, ৪০ বছর
কাঁচপুর, কাঁচপুর।
২৭. মর্তুজা, ২৩ বছর
সেনপাড়া, কাঁচপুর।
২৮. মোঃ ফিরোজ, ২১ বছর
খাসপাড়া, কাঁচপুর।
২৯. শাওন, ২০ বছর
ইসলামপুর, পিরোজপুর।
৩০. রাজীব, ৩০ বছর
দেওভোগ, সাদীপুর।
৩১. সুমা, ২৬ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৩২. জান্নাতুল, ৩৮ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৩৩. কবির হোসেন, ৪৬ বছর
দৌলরদী, সনমান্দী।
৩৪. নুর উদ্দীন, ৭০ বছর
সোনাখালী, মোগরাপাড়া।
৩৫. একরামুল, ৩৪ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩৬. সফুরা, ৬২ বছর
বেহাকৈর, কাঁচপুর।
৩৭. লিটন, ২৮ বছর
কান্দারগাঁও, পিরোজপুর।
৩৮. হাসান, ২১ বছর
কোরবানপুর, পিরোজপুর।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ৩০৩৯ জন (মৃত্যু-৬৯ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৮২৮ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution