• সকাল ১১:০৩ মিনিট শুক্রবার
  • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন
সোনারগাঁয়ের কাঁচপুরে বেড়েছে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ব

সোনারগাঁয়ের কাঁচপুরে বেড়েছে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ব

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের কাঁচপুর বাস ষ্ট্যাডে সাম্প্রতিক সময়ে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামার পর থেকে এসব ছিনতাইকারীরা আরো বেশী বেপরোয়া হয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল হওয়ার কারনে এই এলাকায় বহীরাগত লোকের বসবাস সব চেয়ে বেশী। সে কারনে চোর, ছিনতাইকারী, পকেটমার সহ ঝগড়া বিবাদ, মারামারী-ঝগড়াঝাটির মতো ব্যাপার গুলো নিত্য নৈমিত্বীক ঘটনায় পরিনত হয়েছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কাঁচপুর বাসস্টেন্ড এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রীজের পূর্বপার্শের ঢালে গাড়ী থেকে যাত্রী ওঠা-নামার সময় সড়কের দুই পাশে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা যাত্রীবাহী বাসের জানালার পাশে বসে মোবাইল দেখতে থাকা যাত্রীদের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এদিকে মহা-সড়কের কাঁচপুর ব্রীজের একমুখী রাস্তার সরু ঢালে লোকাল বাস সহ দুরপাল্লার বাসের যাত্রী ওঠানো-নামানোর কারনে ব্রীজের ঢালে সবসময় যানজট লেগেই থাকে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ছিনতাইকারীরা যাত্রীদের মোবাইল সেট চোখের নিমিশেই ছো মেরে নিয়ে যায়।
সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্ধা মাসুদা ক্রন্দনরত অবস্থায় জানান, গতকাল সন্ধ্যায় দোয়েল পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার গুলিস্থান থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তার মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। তিনি বলেন, বাসটি কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে যাত্রী নামানোর জন্য থামালে মুহুর্তের মধ্যে দুইজন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। রুপায়ন গ্রুপে কর্মরত সোনারগাঁও পৌরসভার দিঘীরপাড় এলাকার আরিফুজ্জামান জানান, কয়েকদিন পূর্বে যাত্রীবাহী বাসে যাওয়ার সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তার মোবাইল সেটটি ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রি করা হলেও আর কোন সুরাহা হয়নি। জিডি নং- ৯২৯। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা জানায়, ইদানিং কালে কাঁচপুর ব্রীজের ঢাল সহ সোনারগাঁ এলাকার ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল ছিনতাইয়ের ঘটনা মারাত্বক আকারে বৃদ্ধি পেয়েছে। ভুক্তোভুগীরা মামলা করার পরও পুলিশ কোন ভূমিকা না রাখার কারনে ছিনতাইকারীরা দিন দিন আরো বেপরোয়া হয়ে পরেছে।
এব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, এ রকম অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে একটি মোবাইল টিম নিয়মিত টহল দিয়ে কিছু ছিনতাইকারীকে ধরে আদালতে সোর্পদ করেছি। আমাদের কার্যক্রম চলমান।

Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution