নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে চান না! যে কারনে ঈদ উল ফিতর উপলক্ষ্যে গরীব দুঃস্থ মানুষদের খবরও নেননি আওয়ামীলীগের বেশকজন মনোনয়ন প্রত্যাশি। কিন্তু সামনের নির্বাচনে জনগণের ভোটেই সোনারগাঁয়ে এমপি হতে হবে। রমজান মাসে দুচারবার ইফতার পার্টি করলেও এসব নেতারা ঈদ সামগ্রী বিতরণ করলেন না। অথচ তাদের দল ক্ষমতায়। গরীব দুঃস্থ মানুষদের পাশে সবার আগে তাদেরই এগিয়ে আশা উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।
জানাগেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে রয়েছেন অগণিত নেতা। যাদের মধ্যে এমন মনোনয়ন প্রত্যাশিও আছেন যিনি ইউনিয়ন পরিষদের মেম্বার পদেও পাস করতে পারবেন না। জামানত হারানোর সম্ভাবনা যাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদেও এমন নেতাও এখন আওয়ামীলীগের বড় পদ ভাগিয়ে এনেছেন। যে হারে মনোনয়ন প্রত্যাশিদের সংখ্যা বাড়ছে তাতে বুঝা যাচ্ছে নির্বাচন নাগাদ দুই ডজন মনোনয়ন প্রত্যাশি হতেও পারে।
এ আসনে মনোনয়ন চান সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। মুলত এ দুজনকেই যোগ্য মনে করেন নেতাকর্মীরা। বাকিদের অনেকেরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার জনপ্রিয়তা বাকিদের নাই। কিন্তু তারা জনসেবার শ্লোগান তুলে মনোনয়ন প্রত্যাশি হিসেবে নিজেদের জাহির করলেও পবিত্র ঈদ উল ফিতরে গরীব দুঃস্থ মানুষদের পাশে দাড়ায়নি।তবে, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ছাড়া কোন নেতাকে দেখা যায়নি গরীর দুঃখীদের পাশে।
এসব কারনে আওয়ামীলীগের নেতাকর্মীরা যেমন বিব্রত তেমনি বিএনপির নেতাকর্মীদের মাঝে হাসির খোরাকের সৃষ্টি হয়েছে। এমন সব লোকজন এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তাতে মনে হচ্ছে তারা ওয়ার্ড মেম্বার পদে নৌকা প্রতীক চাচ্ছেন। যে কারনে সম্প্রতি এক অনুষ্ঠানে মাহফুজুর রহমান কালাম বলেছিলেন, জোট সরকার আমলে আওয়ামীলীগ নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিলেন। তখন তো এত এত মনোনয়ন প্রত্যাশি ব্যক্তিদের দেখা যায়নি। এখন অর্থনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়াররাও মনোনয়ন চান।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসব বড় নেতা ছোট নেতা, অর্থনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি হওয়ার স্বপ্ন দেখরেও নামে মাত্র দুএকজন ইফতার পার্টি করলেও গরীব দুঃস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বা জামা কাপড় নিয়ে গরীবের ঘরে যায়নি। কিন্তু তারা মনোনয়ন পেলে ভোটের জন্য ঠিকই ওইসব গরীব দুঃস্থ মানুষদের হাতে পায়ে ধরে ভোট চাইবেন। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানাগেল, তাদের মতামত হলো যারা ঈদের সময়ও গরীব দুঃস্থ মানুষদের পাশে থাকেন না তারা কখনও জনগণের নেতা হতে পারবে না। তারা এমপি মন্ত্রী হলে জনগণের সম্পদ লুটপাট করে খাবেন। যা ইতিপূর্বে যারা এমপি হয়েছিলেন তারা তাই করেছিলেন। তাই সামনে ভোটের হিসেবে জনগণ হিসেবে করেই বাক্সে ভোট ফেলবেন। কারন তাদের চরিত্র জনগণের কাছে স্পষ্ট।
বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা বলেছিলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলো তারা জনগনের উন্নয়ন না করে জনগনের সম্পদ লুট করেছে।
তবে রাজনৈতিক নেতারা জানান, মাত্র কয়েক মাস পর জাতীয় নির্বাচন। এ নির্বাচন ও মনোনয়নকে সামনে রেখে আওয়ামীলীগের নেতারা তাদের ভোটের জন্য গরীর দূঃখীদের পাশে এসে দাড়ানোর কথা কিন্তু আশ্চর্যের বিষয় হলো দু একজন নেতা ছাড়া কাউকে ঈদে দেখা যাচ্ছেনা।