নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার প্রতিটি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তা, বিশ্বের মুসলিম সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়েছে।
শনিবার (১৬ জুন) সকালে ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ ময়দানে নামাজ পরিচালনা করেন মাওলানা ফেরদাউসুর রহমান।
মোনাজাতে মাওলানা ফেরদাউসুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশবাসীর জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন।
এদিকে সকাল সাড়ে ৯টায় সোনারগাঁ উপজেলা ঈদগাহ ময়দানে নামাজ শুরু হয়। ঈদ জামাতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অসংখ্য সাধারণ মানুষ।