নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলায় কিশোরীর অমতে বিয়ে ঠিক করায় বিথী নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামের আনার হোসেনের মেয়ে বিথী (১৪) নামের এক কিশোরীর অমতে বিয়ে ঠিক করায় বাবা-মার সাথে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।