• রাত ১০:১০ মিনিট বৃহস্পতিবার
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সনাতন ধর্ম্বালমীদের খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা দুর্গাপুজা উপলক্ষে মান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন পুজা মন্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১ মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চাঁদাবাজদের কড়া হুসেয়ারী দিলেন বিএনপি নেতা আতাউর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশার বিদাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০  সোনারগাঁয়ে শিক্ষা কর্মকর্তার দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে সংবর্ধনা বর্জনের ঘোষনা শিক্ষকদের সোনারগাঁয়ে ইউপি সদস্য গ্রেপ্তার সামাজিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর পথচলা শুরু সংস্কারপন্থী ও লুটেরাদের জায়গা সোনারগাঁয়ে হবে না : মান্নান জামিনে মুক্ত হলেন সোনারগাঁ থানা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনাল সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁয়ে ইউপিতে যারা প্যানেল চেয়ারম্যান হলেন চেয়ারম্যানদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক সেনা বাহিনীর হাতে থানা বিএনপি যুগ্ন-সম্পাদক আটক ছাত্র সমন্বয়কদের গনিত অলিম্পিয়াড সেজন-১ পুরস্কার বিতরন
সখের বসে দুম্বা পালনে ৪ বছরে কোটিপতি

সখের বসে দুম্বা পালনে ৪ বছরে কোটিপতি

Logo


মরু অঞ্চলের প্রাণী দুম্বা পালন করে আর্থিক স্বচ্ছলতা পেয়েছেন বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. রিয়াজুল কবির বাদল। ভবনের ছাদে ও বাড়ির উঠোনে খাঁচা তৈরি করে দুম্বা পালন করেন তিনি। এতে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।

২০১৭ সালে মাত্র ৪টি দুম্বা দিয়ে খামার শুরু করেন বাদল। ৪ বছরের ব্যবধানে তার খামারে দুম্বার সংখ্যা ৬০টি। তার সাফল্যে অনুপ্রাণীত হয়ে আশপাশের অনেকেই দুম্বার খামার করতে আগ্রহী হচ্ছেন। বাদলের খামারের সফলতাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে নানা পদক্ষেপ নিয়েছে বরিশাল প্রাণিসম্পদ বিভাগ।

বাদল ২০১৭ সালের ডিসেম্বরে মেহেরপুর থেকে ৪টি দুম্বা কিনে আনেন পালনের জন্য। পরে নরসিংদী ও খুলনা থেকে আরও ৭টি দুম্বা কিনে খামারে পালন শুরু করেন তিনি। এতে তার ১০ লাখ টাকা খরচ হয়। কিছুদিন আগে ৭ লাখ টাকায় ৬টি দুম্বা বিক্রি করেন বাদল। এখন তার খামারে দুম্বার সংখ্যা ৬০টি। যার বাজারমূল্য ৯০ লাখ টাকা। দিন দিন দুম্বার সংখ্যা বাড়ছে তার খামারে। সখের বসে দুম্বা পালন শুরু করে ৪ বছরের ব্যবধানে এখন এটিকে সফল ব্যবসায় রূপ দিয়েছেন তিনি।

মরুর এই প্রাণি পালনে খুব একটা বেগ পেতে হয় না বলে জানিয়েছেন বাদল। ছাগল পালনের মতো দুইবেলা ঘাস আর দানাদার পশু খাদ্য এদের নিয়মিত খাবার। সবসময় মেজাজ বিগড়ে থাকায় মাদি দুম্বা থেকে আলাদা রাখা হয় পুরুষ দুম্বাগুলোকে। এই প্রাণি দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। দুম্বাগুলোকে সপ্তাহে একদিন গোসল করানো হয়। রোগ-বালাইয়ের তেমন কোনো বিড়ম্বনা নেই দুম্বা পালনে। প্রাপ্তবয়স্ক মাদি দুম্বা প্রতি ৮ মাসে একটি কিংবা দুটি ছানা প্রসব করে। প্রজননের জন্য একটি পুরুষ দুম্বা ২০টি মাদি দুম্বার সঙ্গী হয়ে থাকে। ৬০টি দুম্বার খাবার ও পরিচর্যাকারী ৬ জন কর্মচারীর বেতন ও খাবারসহ মাসিক ব্যয় প্রায় দেড় লাখ টাকা। দুম্বা পালনে পূর্বাভিজ্ঞতা না থাকলেও গত কয়েক বছরে সবকিছু আয়ত্ব করে ফেলেছেন ৬ কর্মচারী।

মাত্র ৪ বছরে দুম্বা পালনে বাদলের ইর্শ্বণীয় বাণিজ্যিক সাফল্য অনুপ্রাণীত করছে প্রান্তিক পশু পালনকারীদের। দূর-দূরান্তের অনেকেই বরিশাল নগরীর জিয়া সড়ক রোডে বাদলের খামার দেখতে আসছেন। খুঁটিয়ে খুঁটিয়ে দুম্বা পালনের নানা দিক সম্পর্কে জেনে নিচ্ছেন। এই সাফল্যে অনেকেই দুম্বার খামার করার কথা ভাবছেন।

বরিশাল বিভাগের একমাত্র দুম্বা খামার নিয়ে প্রথমে কিছুটা দুশ্চিন্তা ছিল স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের। মরু অঞ্চলের এই প্রাণি দক্ষিণের প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যে লালন-পালন কতটা ফলপ্রসু হবে তা নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন তারা। দুম্বার খামারের সাফল্যের খবর পেয়ে এখন নিয়মিত বাদলের খামারের খোঁজ-খবর নিচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম বলেন, রিয়াজুল কবির বাদলের দুম্বার খামার এখন প্রান্তিক প্রাণি পালনকারীদের কাছে মডেল। তার খামারের সাফল্য নতুন করে ভাবাচ্ছে প্রাণিসম্পদ বিভাগকে। বরিশালসহ দক্ষিণাঞ্চলে দুম্বা পালন লাভজনক ব্যবসা হবে বলেও তিনি আশা করেন।


Logo