শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রিলায়্যান্স ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথা জানা গেছে।
এদের মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.১০ টাকা। শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৭ টাকা; তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৩২ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৪৫ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.৪৬ টাকা; প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৭৪ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৬১ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৬১.৬৯ টাকা; অগ্রণী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৪৬ টাকা।
আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৪৪ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮.১৯ টাকা; ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৫০ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৪৮ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৫২ টাকা; ইউনাইটেড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৪৫ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৭২ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০.৪২ টাকা।
এছাড়া রিলায়্যান্স ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১.০৭ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৯৪ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩.৩৬ টাকা; পিপলস ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৬০ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৫৮ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫.৯১ টাকা; গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ০.৪১ টাকা।
আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৪২ টাকা; ইসলামী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ০.৩৬ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৬৫ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১.৮৩ টাকা; ইউনিয়ন ক্যাপিটালের সমন্বিত ইপিএস হয়েছে ০.১৯ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৪৬ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৮০ টাকা; প্রাইম ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৭৮ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪.৪৪ টাকা; সাউথইস্ট ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ০.৬৮ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৯৬ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮.৮০ টাকা।
নিউজবাংলাদেশ.কম