নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁয়ে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী বিয়ার আলমগীর হোসেন নামে সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ থানায় ২১ টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও ৫টিস অন্যান্য মামলা রয়েছে। বিয়ার আলমগীর মঙ্গলবার ভোর রাতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। এসময় র্যাবের ২ সদস্য আহত হয়।
র্যাব জানায়, নিহত আলমগীর হোসেন উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। সে পুলিশ ও র্যাবের ১ম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো: আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, চেঙ্গাকান্দি এলাকায় মাদকের চালান বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে আলমগীর নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, সোনারগাঁ থানার (ওসি) তদন্ত জসিম উদ্দিন জানান, ভোর রাতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত বিয়ার আলমগীরের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা ও ৪টি অন্যান্য মামলা রয়েছে। এছাড়া সিদ্দিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে।