নিউজ সোনারগাঁ২৪ডটকম: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ উপজেলার দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের আহতদের মধ্যে ২ জনকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাপতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলা কাঁচপুর ইউনিয়নের সুখেরটেক এলাকার ইদ্রিস আলীর সঙ্গে একই সীমানার গোলজার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার গোলজার হোসেন তার সীমানায় বিডিংয়ের কাজ করার সময় ইট ও বালু ইদ্রিস আলী বাড়িতে গিয়ে পড়ে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে গোলজার হোসেনের নেতৃত্ব তার ছেলে সুমন, গোলজার স্ত্রী জহিরুল নেসাসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইদ্রিস আলীর উপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে তার ছেলে রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও স্ত্রী সানোয়ারা বেগম এগিয়ে আসলে গোলজারের লোকজন তাদের পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় গোলজারও আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান ও স্ত্রী সানোয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করেন। এ ঘটনায় ইদ্রিস আলী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।