নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বিএনপির পদযাত্রায় পুলিশ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী।
শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
অপরদিক থেকে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
প্রায় ঘণ্টাখানেক পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।