নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ভেজাল ভেজ ঔষধ তৈরির দায়ে ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা, অনদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও এ কারখানাটি সিলগালা ও করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় সেফটি হেলথ ইউনানী ল্যাব ফ্যাক্টরীতে এ অভিযান চালানাে হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ঔষধ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গােলাম মুস্তাফা মুন্না।
গ্রেফতারকৃতরা হলেন , মােঃ মনির হােসেন (২৯), মােঃ ফজল খান (৬৫), মোঃ নজরুল ইসলাম (৪৪), মােঃ ইয়াছিন (১৯)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত র্যাব ১১- এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুর হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চেঙ্গাইন দক্ষিনপাড়া এলাকায় অবস্থিত এ কারখানায় অভিযান পলিত হয়। অভিযানে ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ এ অবৈধ প্রায় ভেজাল ভেষজ ঔষধ উৎপাদন ও প্রক্রিয়াজাত করে জনস্বাস্থ্যের মারাত্মক প্রভাব পরিলক্ষিত হওয়ার প্রমান পাওয়া যায়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গােলাম মুস্তাফা মুন্না ভোক্তা অধিকান আইন , ২০০৯ এর ৪৩ ধারায় দোষী ব্যক্তিদের জেল দেয়া হয় ও কারখানা সীলগালা করা হয়। তিনি আরো জানান, অননুমােদিত ও ভেজাল ভেষজ ঔষধ উৎপাদন এবং বাজারজাত করণের বিরুদ্ধে র্যাব -১১ এর অভিযান অব্যাহত থাকবে।