নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাল মিয়া নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আব্দুল লতিফ ভূইয়া ছেলে আব্দুস সামাদ ও সামাদের ছেলে মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ললাটি গ্রামের পরান বাজারে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া মৃত মহিদ উদ্দিনের ছেলে।
জানা যায়, ললাটি গ্রামের আব্দুস সামাদের সাথে খোরশেদ গংয়ের প্রায় ২০ শতাংশ জমি নিয়ে দ্বন্ধ চলছিল দীর্ঘদিন ধরেই। জমি খোরশেদ গংদের দখলে রয়েছে এবং এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হলেও তাতে রায় যায় খোরশেদ গংদের পক্ষে। সম্প্রতি আব্দুস সামাদ সনমান্দী ইউনিয়নের নাজিরপুর বড়বাড়ি এলাকার উপজেলা জাতীয়পার্টির নেতা হাজী আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেয়।
জমি সংক্রান্ত সামাদদের এক মামলায় চলতি সপ্তাহে জমির দখলে থাকা খোরশেদ, নূর আলম, মাজারুল, মালা, নাজমা ও আসমাকে গ্রেফতার করে পুলিশ। মামলার জামিনের আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়।
এ সুযোগে বাড়ি পুরো খালি পেয়ে সামাদ গং ও জমির ক্রেতা হাজী আনোয়ার হোসেন মদনপুরের হাবিবুর রহমান হাবিব, মিঠুসহ ৭০-৮০ জন নিয়ে জমি দখল করতে ও সাইনবোর্ড টানাতে যায়। এতে বাধা দেয় খোরশেদের ফুফা লাল মিয়া মিস্ত্রী। বাধা দিতে আসার সাথে সাথেই ৭০-৮০ জন মিলে তাকে উপর্যুপুরী পেটালে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ দিকে লাল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে বিক্ষুদ্ধ এলাকাবাসী হাজি আনোয়ারের ব্যবহৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাজি আনোয়ারকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার পর পরই দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।#