নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা এলাকায় আগুনে তিনটি বসত ঘরে পুড়ে ভূষ্মিভুত হয়েছে।
রোববার রাতে ওই গ্রামের ভ্যান চালক মো. ইয়াছিন মিয়ার বাড়িতে আকষ্মিকভাবে আগুন লেগে বসত বাড়ি পুড়ে যায়। আগুনে দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়াও তার দুই ছেলের ঘর আংশিক পুড়ে যায়।
সোমবার সকালে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ইয়াছিন মিয়া জানান, রোববার রাত ৯ টার দিকে হঠাৎ আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর আগেই সব কিছু পুড়ে যায়। বর্তমানে আমি খোলা আকাশের নিচে বাস করছি। পুনরায় ঘর নির্মাণের আমার সামর্থ্য নেই। সকলের নিকট সহযোগীতা কামনা করছি।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া বলেন, খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি। পাশাপাশি তাকে সরকারি সহযোগিতার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাবর আবেদন করিয়েছি। সকলকে অসহায় পরিবারকে সহযোগিতা আহবান করি।