নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের পাকুন্ডা কাচারী মাঠে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়ার উদ্যাগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপ, বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা উপ পরিষদের সদস্য এইচ এম মাসুদ দুলাল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড.গোলাম মর্তূজা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আ.লীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান লিটন, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জাকির হোসেন জাকু,জামপুর ইউনিয়ন আ.লীগ নেতা হাজী সালাম সিকদার, সিরাজদৌল্লাহ উজ্জল প্রমূখ ।
সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীবৃন্দ।
পরে সকল শহীদের স্বরণে দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।