নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ১৬ আগষ্ট ওই ওয়ার্ডের মেম্বার আলেক মিয়া যাওয়ার পর ওই ওয়ার্ডটি মেম্বার শুন্য হয়। নিয়ম অনুযায়ী সেই শুন্য পদে আগামী ২০ তারিখে নির্বাচনের তারিখ ঘোষনা করে উপজেলা নির্বাচন। শুন্য পদে নির্বাচন করার জন্য তিনজন প্রার্থী মনোনয়ন কিনেছেন। তারা সবার মনোনয়নই বৈধ ঘোষনা করে তাদের মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়েছে।
৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে ফুটবল প্রতিক পেয়েছেন আঃ মোতালিব, মোরগ প্রতিক পেয়েছেন মোঃ মোক্তার ও সাকিব হাসান। আগামী ২০ অক্টোবর সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া প্রাইমারী স্কুলে ভোট গ্রহন চলবে।