নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৈারাপাড়া থেকে বিজয় নগর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার নির্মান কাজের শুভ উদ্ধোধন করেছেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান ও ইউপি সদস্য সাকিব হাসান জয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা। সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এ অর্থ বরাদ্ধ দেন।
নির্মান কাজ উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৬ নং ওয়াডের ইউপি সদস্য সাকিব হাসান জয়, আওয়াল ভুঁইয়া, মান্নান মিয়া, গোলজার হোসেন, সিরাজুল ইসলাম, মোতালেব, আরিফ সহ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় সকলে দোয়া কার্মনা করেন।
এ সময় চেয়ারম্যান ইউসুফ দেওয়ান তার বক্তব্যে বলেন আমি নোয়াগাঁও ইউনিয়ন বাসীর জন্য উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছি, ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা উন্নয়ন লক্ষে কাজ করে যাচ্ছি।