নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার লাদুরচর এলাকায় বক্ষ্মপুত্র নদ থেকে হাবিবুল্লাহ হাবু ৫০ নামের এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে নিখোজের ৯ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার নোয়াগাঁও ইউপির লাদুর চর গ্রামের মৃত আব্দুর হাকিমের প্রতিবন্ধি ছেলে হাবিবুল্লাহ হাবু ১৫ আগষ্ট বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার বিকালে ব্রক্ষ্মপুত্র নদে একটি বম্তা দেখে এলাকাবাশী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তার ভেতর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।