নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: করোনায় আক্রান্ত কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেঘনা শিল্পাঞ্চল বাসষ্ট্যান্ড এলাকায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় অংশ গ্রহন করেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক মো: আরিফ, আবু সাঈদসহ পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলী যুবলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হালকা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান তিনি। পরে বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর মাসুদ।
বর্তমানে যুবলীগের এ নেতা মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।