নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ চরমোনাই ও আহলে হাদিস অনুুুুসারীদের অভ্যন্তরিন জেরে পুলিশের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠে আহলে হাদিসের অনুসারীদের দেয়া একদিনের ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় সোনারগাঁ থানা পুলিশ।
আজ (৮ নভেম্বর) শুক্রবার রাতে উপজেলা আহলে হাদিসের উদ্যোগে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
জানাগেছে, উপজেলা আহলে হাদিসের অনুসারীরা পিরোজপুর কান্দারগাঁও বালুর মাঠে শুক্রবার রাতে একদিনের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করে। ওয়াজে প্রধান অতিথি করা হয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. ইমাম হোসাইনের। তবে, সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবত আহলে হাসিদ অনুসারীদের সাথে সুন্নতি অনুসারীদের মধ্যে ইসলামের অনেক সুন্নতি বিষয় নিয়ে মত বিরোধ চলে আসছিল। সেই দ্বন্দের জেরে শুক্রবার আহলে হাদিসের দেয়া ওয়াজ মাহফিলে দু’পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষের আশংকায় স্থানীয় মুসল্লিরা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশ ওয়াজ মাহফিল কমিটির সদস্যদের প্রসাসনের অনুমতি ছাড়া কোন প্রকার ওয়াজ মাহফিল করা যাবে না বলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। তবে, জেলা পুলিশেরর কাছ থেকে ওয়াজ মাহফিলের অনুমতি নিয়ে আসতে পারলে ওয়াজ মাহফিল করা যাবে ওয়াজ কমিটিকে জানানো হয়।