নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় দুদিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল চরকিশোরগঞ্জ এলাকা থেকে এক স্কুল ছাত্রের ও সোমবার বিকালে পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে সোমবার দুপুরে একটি অর্ধগলিত লাশ বাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। পুলিশের ধারনা লোকটিকে হত্যা করে কয়েকদিন আগে নদীতে ফেলে গেছে। এসময় লাশের গায়ে একটি লুঙ্গি ও শাট পরিহিত ছিল।
এছাড়া গতকাল রবিবার চরকিশোরগঞ্জ এলারকার মেঘনা নদী থেকে মারুফ হোসেন রিয়াদ নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সোনারগাঁ থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।