নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর এলাকায় ইউনিয়ন এক প্রিকাপ চালকের বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণাংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রিকাপ চালক দেলোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন যাবত বিদেশে চাকুরী করে দেশে এসে একটি প্রিকাপ ভ্যান কিনে তা চালিয়ে সংসার চালাতেন। প্রতি দিনের ন্যায় গতকাল রাতে খাকার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ১২/১৩ জনের একটি ডাকাত দল তাদের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে তালা খুলে আলমারীর ভেতর রাখা নগদ ৬০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণাংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো জানান, গত দুইদিন আগে তার পাশের বাড়ি সাঈদের বাড়িতে ডাকাতি হয়েছে।