নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কারখানা সীলগালা ও জরিমানা করেছে র্যাব। সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানায় র্যাব-১১।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকার সাফায়েত এন্টারপ্রাইজ নামে একটি পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ৯১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৫০ কেজি পিপি দানা উদ্ধার করা করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালত কারখানা মালিককে জরিমানা করেন ও কারখানা সীলগালা করে দেন। এ সময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাফায়েত এন্টারপ্রাইজ সরকারি আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধওে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল। এই নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।