সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের বিরুদ্ধে সরকারী রাস্তার মাটি লুটের অভিযোগ
- আপডেট টাইম : মঙ্গলবার, জুলাই ৩, ২০১৮
নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ইসলামপুর এলাকার একটি সরকারী রাস্তার মাটি কেটে নিয়ে গেছে মেঘনা গ্রুপ নামের একটি শিল্প প্রতিষ্টান। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে অনুমতি ছাড়া রাস্তা কাটা ও মাটি নেওয়ার কারন দাশানোর নোটিশ নিয়েছে উপজেলা প্রকৌশলী।
জানাগেছে, উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতু থেকে ইসলামপুর এলাকায় এলজিআরডি অর্থায়নে একটি রাস্তা তৈরী করা হয়। সম্প্রতি রাস্তাটি নতুন করে সংস্কারের জন্য এলজিআরডি ৬০ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে। কিন্তু মেঘনা গ্রুপ গত এক সপ্তাহ ধরে এলজিআরডির অনুমতি ছাড়া রাস্তাটি কেটে তাদের পানি নিস্কাশনের জন্য রাস্তার মাঝখান দিয়ে কেটে একটি গভীর ড্রেন তৈরী শুরু করে। রাস্তাটি কেটে রাস্তার মাটি ও ইটগুলো তারা কোম্পানীর ট্রাক দিয়ে অন্যত্র নিয়ে যায়। গতকাল রাস্তা সংস্কারের জন্য মনোনীত ঠিকাদার ইসলামপুর গেলে দেখতে পান যে রাস্তাটি তারা ইজারা নিয়েছে সে রাস্তাটি মেঘনা গ্রুপ কেটে তাদের ড্রেন নির্মান করেছে। এ ঘটনা উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মেঘনা গ্রুপকে রাস্তাটি অনুমতি ছাড়া কেন কাটা হলো এমর্মে একটি নোটিশ প্রদান করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আলী হায়দার জানান, মেঘনা গ্রুপ তাদের অনুমতি ছাড়া তাদের না জানিয়ে রাস্তার মাঝখান দিয়ে কেটে তাদের প্রয়োজনে ড্রেন নির্মান করেছে।
অপরদিকে, মেঘনা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার কার্তিক বাবু সাংবাদিক পরিচয় দেওয়ার পর ফোনটি কেটে দেন।