নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁয়ে সাথী (২৬) নামের এক গৃহবধু গত দুমাস ধরে নিখোজ। থানায় অভিযোগ।মেয়ের খোজে বৃদ্ধা মা থানা ও মেয়ের স্বামীর বাড়িতে ঘুরে দিশেহারা।মেয়ে উদ্ধারের ব্যাপারে কান প্রতিকার পাচ্ছে না বৃদ্ধা মা।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ভবনাথপুর গ্রামের আবু তাহেরের মেয়েকে একই উপজেলার মেন্দিভিটা এলাকার সাহেব আলীর ছেলে শামীমের সাথে গত ৮বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয়। তাদের সংসার জীবনে দুটি পুত্র সন্তান রয়েছে। সাথীর মা ছানু বেগম অভিযোগ করে বলেন, সাথীর স্বামী শামীম যৌতুকের জন্য সাথীকে প্রায়ই নির্যাতন করত। শেষবার গত ৮ সেপ্টেম্বর যৌতুকের জন্য পুনরায় মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সে থেকে সাথী নিখোজ। সাথীর মা বিভিন্ন জায়গায় খোজকরে না পেয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কোন প্রকার প্রতিকার না পেয়ে মা ছানু বেগম অবশেষে গণমাধমের ধারস্থ হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে, গৃহবধুর উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।