নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা শাখার মৎসজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারী) উপজেলার বারদী ইউনিয়নে কর্মী সন্মেলনের মাধ্যমে মৎসজীবী কমিটি গঠন করা হয়েছে। মোঃ আঃ কাইউমকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ জেলার আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি জানে আলম সেলিম এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আঃ রহিম, সহসভাপতি নূর হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ রাজিব হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক আমিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ইমাম উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ সলিমুল্লা সরকার, সদস্য মোঃ তাজেল, শাহ আলম এবং মোস্তফা প্রমুখ।
সোনারগাঁ উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ আঃ কাইউমের সভাপতিত্বে এবং আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বৈদ্যের বাজার ইউনিয়নের আওয়ামী নেতা আল আমিন সরকার,বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্বীপ কুমার দাস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সহসম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ নূর হোসেন।