নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত তাজুলকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ ফেফ্রুয়ারী সকালে দিকে উপজেলার আলমদী ঘটের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকালে তাজুল ইসলাম ঘুম থেকে জেগে দেখতে পায় তার নিজ ব্যবহৃত বাড়ির আঙ্গিনার টিউবওয়েলটি রাতে চুরি হয়ে গেছে। এ বিষয়ে তার পরিবারের লোকজনের সাথে আলোচনা করার সময় একই এলাকার, সুমন (২৫), হালিমা (২০), তাসলিমা (৪৫) তাদের কথা টেনে নিয়ে তাদের সাথে বিতর্ক শুরু কর। বিতর্কের একপর্যায়ে তারা তাইজুল ইসলামের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় তাইজুল ইসলাম গুরুতর আহত হয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তাইজুল ইসলাম জানান, আমার সাথে তাদের পূর্বের কোন শত্রুতা নাই, টিউবওয়েল চুরির বিষয়ে তাদের পরিবারের সাথে আমার কোন কথা হয়নি। আমার পরিবারের লোকজন সাথে কথা বলার সময় তারা আমার সাথে বিতর্কে জড়ায় এবং আমাকে পিটিয়ে আহত করে।