নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে বজ্রপাতে ফুলচাঁন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফুলচাঁন নুনেরটেক মধ্যপাড়া গ্রামের সদু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলার চারদিকে নদী বেষ্টিত বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের সদু মিয়ার ছেলে ফুলচাঁন মঙ্গলবার দুপুরে মাছ ধরতে মেঘনা নদীতে গেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাত তার উপর পড়লে ঘটনাস্থলে সে মারা যায়। পরে নদীতে থাকা জেলেরা তাকে উদ্ধার কওে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে। নিহত ফুলচাঁন তাদের পরিবারে একমাত্র কর্মক্ষম লোক ছিল। এছাড়া আগামী মাসের ৫ তারিখে তার বিয়ে হওয়ার কথা ছিল।