নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ আগষ্ট) শুক্রবার বিকেলে বারদী রামেশ্বর দেবমঠ পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়, এ সময় উজ্জ্বল কুমার বনিক কে সভাপতি ও রিপন চন্দ্র শীল কে সাধারণ সম্পাদক করে বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, উদ্ধোধক সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দও, বিশেষ অতিথি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য অধ্যাপক রজত কুমার সুর রাজু, লাঙ্গল বন্দ তীথস্হানের সভাপতি সরোজ কুমার সাহা, প্রধান বক্তা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, বিশেষ অতিথি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শ্রীমতি সীমা পাল শিলা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংকর কুমার দে, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসীত কুমার দাস, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বনিক ভৌমিক, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান মঞ্জু, সহ সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।