নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান উপলক্ষে আইন শৃঙ্খলা সর্ম্পকিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও আশ্রম কমিটির উপদেষ্টা স্বপন কুমার সাহা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমূখ।