নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের উদ্যোগে বৈদ্যেরবাজারবাসীর মাঝে ৮শত কম্বল বিতরন করা হয়েছে। আজ (১১ জানুয়ারী) বুধবার সকালে বৈদ্যেরবাজার ইউরিয়ন পরিষদে এসব কম্বল গরীর ও দ্রারিদ্রের মাঝে বিতরন করা হয়েছে।
কলাপাতা রেষ্টুরেন্টের বিজ্ঞাপন
কস্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সদস্য সদস্য কায়সার হাসনাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নবী হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, হোসেন মেম্বার, ইউপি সদস্য মামুন, ওর্মি আক্তার, নার্গিস আক্তারসহ অদ্য ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।