নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ৪র্থ ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বৈদ্যেরবাজার ৯টি ওয়ার্ডে ৫২টি বুথে ২২ হাজার ১৬৭ ভোটার ভোট প্রদান করেন। সকাল থেকে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত ছিলো প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী হাকিম, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে উপজেলার ১০ টি ইউপির মধ্যে ৮ টি ইউপিতে একযোগে ভোটগ্রহণ হয়েছে গত ২৮ নভেম্বর। আজ বৈদ্যেরবাজার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে নৌকার মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এর মধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিনে মাহবুব সরকার, আ: রব চেয়ারম্যান ও হাফিজুর ইসলাম ইসলামী শাসনতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।