নিউজ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মোবারকপুর গ্রামে জোড় পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে গাজী মোস্তফার বিরুদ্ধে। এই ঘটনায় বাধ্য হয়ে জমির মালিক সাইফুল ইসলাম তার জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করোছেন।
অভিযোগে সাইফুল ইসলাম উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মোবারকপুর মৌজায় ২৮ শতাংশ জমি ক্রয় ও পৈতিক সুত্রে ভোগ দখল করে আসছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় গাজী জামানের লোকজন সম্পতিটি তাদের দাবি করে জোড়পূর্বক দখলের চেষ্টা করো আসছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে গাজী জামান, গাজি কামাল, গাজী ওয়াসকুরুনী, সানাউল্লাহ, ওয়ালীউল্লাহ ও সামসুন্নাহার তাদের জমির ভেতর প্রবেশ করে জোড় পূর্বক বিডিং করার চেষ্টা করে। এসময় সাইফুল ইসলাম বাঁধা দিলে
মোস্তফা ও জামান গ্যাংরা তাদের লোকজন নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে গাজী মোস্তফা, গাজী গোলাপ হোসেন, গাজী জামান তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাইফুল ইসলাম জানান, মোবারকপুর মৌজার ২৮ শতাংশ জমি আমরা ভোগ করে আসতেছি। গত কয়েক বছর ধরে কাগজপত্র ছাড়া গাজী জামান আমার জমিটিকে তাদের বাদি করে। এনিয়ে এলাকায় বিচার শালিশ ডাকলে গাজী গ্যাংরা কখনই আসে না। এমতাবস্থায় তারা জোড় পূর্বক ভাবে আমাদের জমি দখলের চেষ্টা করছে।
এ ব্যাপারে গাজী জামানের সাথে যোগাযোগ করা হলো তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে তদন্ত করে পরবর্তি প্রদক্ষেপ নেয়া হবে।